প্রজাতন্ত্র দিবসে স্বীকৃতি টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী তথা ভারতীয় সেনার সুবেদার নীরজ চোপড়া।
1/7প্রজাতন্ত্র দিবসে পরম বিশিষ্ট সেবা মেডেল পাবেন ভারতীয় সেনার সুবেদার তথা টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/7নীরজ চার রাজপুতানা রাইফেলসের সুবেদার হিসেবে কর্মরত। (ফাইল ছবি)
3/7প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পরম বিশ্বস্ত সেবা মেডেল প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতে আছেন নীরজও। (ফাইল ছবি)
4/7গত ৭ অগস্ট অলিম্পিক্সের ফাইনালে দারুণ শুরু করেছিলেন নীরজ। টোকিয়োর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম থ্রোয়েই ৮৭ মিটারের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন। ছুড়েছিলেন ৮৭.০৫ মিটার। (ফাইল ছবি)
5/7দ্বিতীয় চেষ্টায় আরও এগিয়ে গিয়েছিলেন। সেইবার নীরজের বর্শা ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। সেটাই শেষপর্যন্ত সোনার পদকের জন্য যথেষ্ট ছিল। (ফাইল ছবি)
6/7সেই সোনা জয়ের ফলে ইতিহাস গড়েন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জয়ের নজির গড়েন। (ফাইল ছবি)
7/7সোনার পদক গলায় নিয়ে নীরজ বলেছিলেন, ‘দ্বিতীয় থ্রোয়ের পর আমি জানতাম যে প্রথমের থেকে ভালো করেছি। আমি ভাবিনি যে আমি জিতে গিয়েছি। সেটা বিপজ্জনক হতে পারত। কারণ সেটার উপর নিজের সেরাটা দিতে পারবেন না।’ সঙ্গে নীরজ যোগ করেছিলেন, ‘তারপর আমি অলিম্পিক্স রেকর্ডের (৯০.৫৭ মিটার, বেজিং অলিম্পিক্সে হয়েছিল) জন্য ঝাঁপাব ভেবেছিলাম। কিন্তু সেই পরিকল্পনামাফিক হয়নি। পরবর্তী লক্ষ্য ৯০ মিটার।’ (ফাইল ছবি)