কবে হবে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (নিট স্নাতক বা NEET UG)?
1/6আগামী ১৭ জুলাই হবে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (নিট স্নাতক বা NEET UG)। সেজন্য আগামী শনিবার (২ এপ্রিল) থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে। নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সূত্র উদ্ধৃত করে দ্য টাইমস ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
2/6ওই প্রতিবেদনে অনুযায়ী, ৭ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের করা যেতে পারে। তারপর আবেদনপত্র সংশোধনের জন্য পাঁচদিনের ‘উইন্ডো’ দেওয়া হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
3/6উল্লেখ্য, গত বছর রেকর্ড সংখ্যক প্রার্থী নথিভুক্ত হয়েছিলেন। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯৫.৬ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
4/6সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (নিট স্নাতক) দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনও বয়সেই নিট (স্নাতক) দিতে পারবেন আবেদনকারীরা। বয়সের জন্য পরীক্ষায় বসতে কোনও সমস্যা হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
5/6চলতি মাসের গোড়ার দিকে জাতীয় মেডিকেল কমিশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত ২১ অক্টোবর কমিশনের চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিট (স্নাতক) দেওয়ার জন্য বয়সের ক্ষেত্রে কোনও সর্বোচ্চসীমা থাকা উচিত নয়। সেইমতো কমিশনের চেয়ারপার্সনের সিদ্ধান্ত মেনে নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে। যে নিয়ম নিয়ে অতীতে একাধিকবার আদালতে আলোচনা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
6/6জাতীয় মেডিকেল কমিশনের নয়া নিয়মের ফলে যে কোনও বয়সেই নিট (স্নাতক) দেওয়া যাবে। বয়স কোনও বাধা হয়ে দাঁড়াবে না। 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-এ এক আধিকারিক জানিয়েছেন, এবার থেকে যতবার ইচ্ছা, ততবারই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা দিতে পারবেন আবেদনকারীরা। অন্য কোনও কোর্সে ভরতি হওয়ার পরও দিতে পারবেন নিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)