ভারতের সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানে স্নাতক স্তরে মেডিকেল কোর্সে ভর্তির জন্য আয়োজন করা হয় নিট ইউজি। এই পরীক্ষা আয়োজনের য়িত্বে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দ্বাদশের বোর্ড পরীক্ষা দিয়েই মেডিক্যালে আগ্রহী পড়ুয়ারা নিট ইউজি পরীক্ষায় বসেন। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে মেডিক্যালে ভরতির চেষ্টা করার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হয়।
1/5সম্প্রতি বিজেপি সাংসদ রমেশ চন্দ বিন্দ লোকসভায় প্রশ্ন করা হয়, মেডিক্যালে স্নাতক স্তরে ভরতি হওয়ার জন্য আয়োজিত নিট ইউজি পরীক্ষা কি বছরে দু'বার করে হবে? এই প্রশ্নের জবাবেই নিট ইউজি নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। লোকসভায় সরকারের তরফে এই প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবন পাওয়ার। (HT_PRINT)
2/5স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ভারতী প্রবন পাওয়ার সংসদে জানান, স্নাতকস্তরে ভরতির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বছরে দু'বার আয়োজিত করার কোনও পরিকল্পনা বর্তমানে নেই কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে যে বছরে পড়ুয়াদের অতিরিক্ত সুযোগ দেওয়ার জন্য নিট ইউজি পরীক্ষা দু'বার করার কোনও প্রস্তাব নেই।' (HT_PRINT)
3/5এদিকে গত ৬ মার্চ থেকে শুরু হয়েছে চলতি বছরের নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে স্নাতক স্তরে ডাক্তারি পড়াশোনা করার জন্য ৬৬০টি মেডিক্যাল কলেজ রয়েছে। ২০১৪ সালে সেই সংখ্যাটা ছিল ৩৮৭। মোদী জমানায় গত ৯ বছরে দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়েছে ৭১ শতাংশ। এদিকে স্নাতকোত্তরেও আসন সংখ্যা বেড়েছে প্রায় ১১০ শতাংশ। বর্তমানে দেশে স্নাতোকত্তর স্তরে আসন রয়েছে ৬৩ হাজার ৩৩৫টি। (HT_PRINT)
4/5কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার সম্প্রতি সংসদে জানান, বর্তমান সরকারের আমলে এমবিবিএস-এর আসন সংখ্যা বেড়েছে প্রায় ৯৭ শতাংশ। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশে স্নাতক স্তরে ডাক্তারি পড়ার জন্য আসন সংখ্যা ছিল ৫১ হাজার ৩৫৮টি। বর্তমানে সেই আসন সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১ হাজার ৪৩টি। যার মধ্যে সরকারি কলেজে রয়েছে ৫২,৭৭৮টি আসন। অন্যদিকে, বেসরকারি মেডিক্যাল কলেজে রয়েছে ৪৮,২৬৫টি আসন। (HT_PRINT)
5/5সরকারি তথ্য অনুযায়ী, দেশে সবথেকে বেশি সংখ্যক মেডিক্যাল আসন রয়েছে তামিলনাড়ুতে। সেই রাজ্যে আসন সংখ্যা ১১,২২৫টি। এরপরেই তালিকায় রয়েছে কর্ণাটক, আসন সংখ্যা ১১,০২০। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে মহারাষ্ট্র (১০,২৯৫), উত্তরপ্রদেশ (৯২৫৩), তেলাঙ্গানা (৭৪১৫), গুজরাট (৬৬০০), অন্ধ্রপ্রদেশ (৫৩৬৫), রাজস্থান (৫০৭৫)। তালিকায় নয় নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে মেডিক্যালে আসন সংখ্যা ৪৮২৫। (HT_PRINT)