NEET UG Exam Update: এবার থেকে কি NEET UG বছরে দু'বার করে হবে? বড় আপডেট দিল সরকার
Updated: 19 Mar 2023, 11:10 AM ISTভারতের সমস্ত মেডিকেল প্রতিষ্ঠানে স্নাতক স্তরে মেডিকেল কোর্সে ভর্তির জন্য আয়োজন করা হয় নিট ইউজি। এই পরীক্ষা আয়োজনের য়িত্বে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। দ্বাদশের বোর্ড পরীক্ষা দিয়েই মেডিক্যালে আগ্রহী পড়ুয়ারা নিট ইউজি পরীক্ষায় বসেন। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে মেডিক্যালে ভরতির চেষ্টা করার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হয়।
পরবর্তী ফটো গ্যালারি