রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জনসাধারণের উ... more
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে এমনটাই জানানো হয়েছে।
1/5আগামী ২৩ মে, রবিবার সীমিত সময়ের জন্য বন্ধ থাকবে NEFT পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশে এমনটাই জানানো হয়েছে। ছবি : পিটিআই
2/5আগামী রবিবার বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে NEFT পরিষেবা। অর্থাত্ এই সময়ে এই মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন না। ছবি : পিটিআই
3/5কী কারণে সাময়িকভাবে স্থগিত থাকবে পরিষেবা? সংবাদমাধ্যম এএনআই সূত্রে খবর, সিস্টেমের আপডেট, রক্ষণাবেক্ষণের উদ্দ্যেশেই সাময়িকভাবে দেশজুড়ে বন্ধ থাকবে NEFT পরিষেবা। আরও বেশি ও স্বচ্ছন্দে লেনদেনের ক্ষমতা বৃদ্ধি করা হবে। ছবি : পিটিআই
4/5বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেই সরাসরি নগদ লেনদেনের বদলে NEFT ব্যবহার করছেন। স্কুল-কলেজের ফি দেওয়া থেকে কর্মচারীদের বেতন, ব্যবসা ইত্যাদি কাজে অনলাইন, NEFT ইত্যাদি লেনদেনের দিকে ঝুঁকছেন অনেক বেশি মানুষ। ছবি : পিটিআই
5/5এর সেই কারণে, সিস্টেমের ক্ষমতা আরও বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের Yono অ্যাপে সাময়িকভাবে পরিষেবা স্থগিত রেখেছিল। ছবি : এসবিআই