সম্পূর্ণ লোকসানে চলা কোনও সংস্থাও ইউনিকর্ন হতে পারে। তবে সাধারণত ভবিষ্যতে বিপুল মুনাফার সম্ভাবনা থেকেই এমন সংস্থাগুলিতে টাকা ঢালেন দুঁদে বিনিয়োগকারীরা।
1/7ভারতীয় প্রযুক্তি, ব্যবসা, উদ্ভাবনে বিনিয়োগ। আর তার জেরে এখন দেশে ১০০টি ইউনিকর্ন সংস্থা। ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি নেট ওয়ার্থ, এমন সংস্থাকে ইউনিকর্ন সংস্থা বলা হয়। (ছবিটি প্রতীকী) (Reuters)
2/7ভারতের ১০০ তম ইউনিকর্ন হল নিওব্যাঙ্ক স্টার্টআপ OPEN। সম্প্রতি IIFL-এর থেকে প্রায় ৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পায় সংস্থাটি। আর তার ফলেই ১ বিলিয়ন ডলার মোট মূল্য দাঁড়ায় সংস্থাটির। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
3/7এর মানে কিন্তু এই নয় যে সংস্থাগুলির আয় ১ বিলিয়ন মার্কিন ডলার। এর অর্থ হল, সংস্থার নির্দিষ্ট পরিমাণ ভগ্নাংশের মালিকানার বিনিময়ে কোনও বিনিয়োগকারী এক নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়েছেন। আর সেই ভগ্নাংশের হিসাবে সংস্থার মোট শেয়ারের মূল্য দাঁড়াচ্ছে ১ বিলিয়ন ডলার। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
4/7অর্থাত্ সম্পূর্ণ লোকসানে চলা কোনও সংস্থাও ইউনিকর্ন হতে পারে। তবে সাধারণত ভবিষ্যতে বিপুল মুনাফার সম্ভাবনা থেকেই এমন সংস্থাগুলিতে টাকা ঢালেন দুঁদে বিনিয়োগকারীরা। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
5/7OPEN একটি নিওব্যাঙ্কিং সংস্থা। এশিয়ার প্রথম। নিওব্যাঙ্ক হল এক প্রকার ডিজিটাল ব্যাঙ্ক। এগুলির কোনও শাখা হয় না। নিওব্যাঙ্কিং সম্পূর্ণভাবে অনলাইন। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
6/7কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের প্রথম চার মাসে, ভারতে ১৪টি ইউনিকর্নের জন্ম হয়েছে। এর মোট মূল্য $১৮.৯ বিলিয়ন। প্রতীকী ছবি: রয়টার্স (Reuters)
7/7শুধুমাত্র ২০২১-২২ সালেই ৪৪টি সংস্থা দ্রুত লাভজনক বা ইউনিকর্নে পরিণত হয়েছে।২০২১ সালে ইউনিকর্নের সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত বছর মোট ৪৪ টি স্টার্টআপ ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে। সবকটি সংস্থার মোট ভ্যালুয়েশন যোগ করলে দাঁড়াবে $৯৩ বিলিয়ন। প্রতীকী ছবি : এএনআই (Reuters)