নেসলে ইন্ডিয়ার প্রধান জানিয়েছেন, '২০২২ বেশ কঠিন একটা বছর হতে চলেছে বলে মনে হচ্ছে।'
1/5আগামী ২০২২ সালের মধ্যেই একাধিক জনপ্রিয় প্রোডাক্টের দাম বাড়বে। এমনটাই জানিয়ছেন ভারতে নেসলের প্রধান সুরেশ নারায়ণন। ছবি : নেসলে (Nestle)
2/5বাড়ছে উত্পাদনের খরচ। সেই কারণে গত ৬-৮ মাস ধরেই সামান্য হলেও বেড়েছে নেসলের বিভিন্ন প্রোডাক্টের দাম। আগামী বছরেও এই ধারা অব্যাহত থাকবে। নেসলে ইন্ডিয়ার প্রধান জানিয়েছেন, '২০২২ বেশ কঠিন একটা বছর হতে চলেছে বলে মনে হচ্ছে।' ছবি : নেসলে (Nestle)
3/5ভারতে ইনস্ট্যান্ট কফি বলতেই বেশিরভাগ মানুষ নেসক্যাফে-ই বোঝেন। সেই কফির দাম বৃদ্ধি পাবে। তবে বিশ্বজুড়েই কফির দাম উর্ধ্বমুখী। (Nestle)
4/5দাম বাড়বে হোয়াইট চকোলেট মিল্কি বারেরও। মিল্কি বারের অন্যতম প্রধান উপাদান দুধ। সেই দুধের দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে চকোলেটের দাম বৃদ্ধি ছাড়া উপায় নেই সংস্থার। ছবি : নেসলে (Nestle)
5/5জনপ্রিয় ইনস্ট্যান্ট নুডল ম্যাগিরও দাম বৃদ্ধি পেতে চলেছে আগামী বছরে। ছবি : নেসলে (Nestle)