ইন্ডিয়া গেটে বসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি। যা আদতে কোনও মূর্তি নয়। প্রযুক্তির মাধ্যমে সেই প্রযুক্তি দেখা যাবে। পরবর্তীতে গ্রানাইটের আসল মূর্তি বসানো হবে।
1/4হলোগ্রাম প্রযুক্তিতে প্রোজেক্টারের মাধ্যমে থ্রি ডাইমেনশন ছবি তৈরি করা হয়। যা একটি পর্দার উপর প্রদর্শিত হয়। (ছবি সৌজন্যে পিটিআই)
2/4যদিও সেই ছবি যে পর্দায় প্রদর্শিত হবে, তা দেখতে পাবেন না দর্শকরা। (ছবি সৌজন্যে পিটিআই)
3/4৩০,০০০ লুমেনস ও ফোর কে প্রজেক্টর দ্বারা এই হলোগ্রাম মূর্তিকে তুলে ধরা হয়েছে। (ছবি সৌজন্যে পিটিআই)
4/4আগামিদিনে হলোগ্রাম মূর্তির পরিবর্তে গ্রানাইটে তৈরি নেতাজির মূর্তি বসবে। সেই মূর্তির উচ্চতা হবে ২৮ ফুট। চওড়ায় হবে ছ'ফুট। (ছবি সৌজন্যে পিটিআই)