নেটফ্লিক্স জানিয়েছে, সাবস্ক্রিপশনের খরচ কমাতে নয়া পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে কনটেন্টের মাঝে মাঝে বিজ্ঞাপন যোগ করার পরিকল্পনা করা হচ্ছে।
1/5কনটেন্ট অঢেল। বেশিরভাগই উচ্চমানের। কিন্তু সাবস্ক্রিপশনের খরচ বেশিরভাগই ভারতীয়ের নাগালের বাইরে। তাছাড়া এর চেয়ে কম খরচেই আমাজন প্রাইম, ডিজনি প্লাসের মতো অপশন রয়েছে। আর তার জেরেই ভারতে দ্রুত হারে হ্রাস পাচ্ছে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার। ফাইল ছবি: এএফপি (HT Bangla)
2/5নেটফ্লিক্স জানিয়েছে, সাবস্ক্রিপশনের খরচ কমাতে নয়া পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে কনটেন্টের মাঝে মাঝে বিজ্ঞাপন যোগ করার পরিকল্পনা করা হচ্ছে। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)
3/5অর্থাত্ অনেকটা ইউটিউবের মতোই বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের পরিকল্পনা করছে নেটফ্লিক্স। এর ফলে সাবস্ক্রিপশন খরচের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা যাবে। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
4/5গত জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে প্রায় ২ লক্ষ গ্রাহক কমেছে Netflix-এর। এর ফলে সংস্থার শেয়ার ২৭ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, Netflix ২০২২-২৩ অর্থবর্ষে ২০ লক্ষ গ্রাহক হারাতে পারে। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)
5/5গত জানুয়ারি মাসেই নেটফ্লিক্স জানিয়েছিল, ভারতে ব্যবসার সমীকরণের সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে ভারতের বিপুল সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারী ও সস্তার ইন্টারনেটের কারণে এই বাজার নিয়ে চিন্তিত নেটফ্লিক্স। ফাইল ছবি : রয়টার্স (HT Bangla)