‘প্রকৃত ভালোবাসা কী ওর সঙ্গে দেখা হওয়ার আগে জানতাম না’, অকপট স্বীকারোক্তি বিপাশার।
1/6প্রেম বারবার এসেছে জীবনে। দীর্ঘদিন ধরে সহবাসও করেছেন বিপাশা, তবে সেই প্রেম কোনওদিন কাঙ্খিত পরিণনি পায়নি। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জন আব্রাহামের সহবাস সঙ্গী ছিলেন বিপাশা। সেই প্রেম ভাঙার পর একাকীত্ব ঘিরে ধরেছিল নায়িকাকে। অবশেষে নিজের মনের মানুষ খুঁজে পান এই বঙ্গ সুন্দরী।
2/6২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে করণের সঙ্গে প্রথম আলাপ বিপাশার। দু-বার বিয়ে ভেঙেছে করণের। অথচ নিমেষেই তাঁর প্রতি আকৃষ্ট হন বিপাশা। সেই শুরু প্রেমের, পরের বছরই সাত পাকে বাঁধা পড়েন দুজনে। চলতি বছর প্রেম দিবসে স্বামীর জন্য আবেগঘন বার্তা পোস্ট করলেন বিপাশা।
3/6বিপাশার কথায় করণের সঙ্গে পরিচয় হওয়ার আগে অবধি তিনি কোনওদিন বুঝতেই পারেননি প্রকৃত ভালোবাসার মানে। নিজেদের এই প্রেমকে হামেশা ‘মাঙ্কি লাভ’ বলে থাকেন বিপাশা-করণ।
4/6এদিন বিপাশা লেখেন, 'ও হল ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কী ওর সঙ্গে দেখা হওয়ার আগে জানতাম না। ও আমাকে হাসায়। ভালোবাসা আপনাকে খুশি রাখে। ভালোবাসা আপনাকে সংযত রাখে। ভালোবাসাই শক্তি, এটাই অনুপ্রেরণা। প্রেম আপনাকে রক্ষা করে, শ্রদ্ধা করে। ভালোবাসার মানুষ আপনাকে গর্ব করতে শেখায়। ভালোবাসা কাউকে বিচার করা নয়, এই ভালোবাসায় আপনার দ্যুতি বেড়ে যায়। আপনার মনের প্রতিটি ইমোশনের খেয়াল রাখে ভালোবাসা। ভালোবাসা হল তোমার বেস্ট ফ্রেন্ড। শক্ত কাজ কেমন অচিরেই সহজ করে দেয় ভালোবাসা। এই লেখাটা এমনভাবেই চালিয়ে যেতে পারি, থামব না। আশা রাখছি সবাই নিজেদের প্রকৃত ভালোবাসা খুঁজে পাক। সবাইকে আর আমার ভালোবাসাকে প্রেম দিবসের শুভেচ্ছা।
5/6পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাত্কারে বিপাশা সম্প্রতি মুখ খুলেছেন নিজের বিয়ে, ভাঙা সম্পর্ক এবং মাতৃত্ব নিয়ে। অভিনেত্রীর কথায়, ‘ভাঙা বিয়ের অর্থ এই নয় যে মানুষটা খারাপ। তাই সেটার সমালোচনা করা অনুচিত। আমি আমার বাবা-মা’কে বুঝিয়েছিলাম, আমার যে সম্পর্কগুলো ছিল সেগুলো ওর বিয়ের সম্পর্কের চেয়ে বেশি লম্বা। তবুও সেটা টেকেনি। আমি হয়ত কোনও কাগজে সই করিনি। তাহলে ও (করণ) আর আমি কোথায় আলাদা? যদি সম্পর্ক না টেকে সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু কথায় বলে না জীবনে যা কিছু ঘটে সেটা ভালোর জন্যই ঘটে'।
6/6বিয়ের পর থেকে ছবিতে কাজ করেননি বিপাশা। তবে ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে কাজ করেছিলেন ‘জিসম’ গার্ল। বিক্রম ভাটের লেখা এই সাসপেন্স থ্রিলারে করণকেই দেখা গিয়েছিল বিপাশার বিপরীতে।