বাংলা নিউজ > ছবিঘর > New Chinese Metro Rake runs in Kolkata: দমদম থেকে ছুটতে শুরু করল নতুন মেট্রো, চিনে তৈরি এই ‘ডালিয়ান’ রেকের বিশেষত্ব কী?

New Chinese Metro Rake runs in Kolkata: দমদম থেকে ছুটতে শুরু করল নতুন মেট্রো, চিনে তৈরি এই ‘ডালিয়ান’ রেকের বিশেষত্ব কী?

দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রো রুটে শুরু হল নতুন ডালিয়ান বা এমআর-৫০১ মেট্রো রেক। এই নয়া রেক অনুতর্ভুক্ত হওয়ায় মেট্রোযাত্রীদের সফর আরও মসৃণ হতে চলেছে বলে আশা রেল কর্তৃপক্ষের। এই ডালিয়ান রেকের মাধ্যমে প্রযুক্তিগত ভাবে যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া যাবে নর্থ-সাউথ মেট্রো রুটে।

অন্য গ্যালারিগুলি