দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রো রুটে শুরু হল নতুন ডালিয়ান বা এমআর-৫০১ মেট্রো রেক। এই নয়া রেক অনুতর্ভুক্ত হওয়ায় মেট্রোযাত্রীদের সফর আরও মসৃণ হতে চলেছে বলে আশা রেল কর্তৃপক্ষের। এই ডালিয়ান রেকের মাধ্যমে প্রযুক্তিগত ভাবে যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়া যাবে নর্থ-সাউথ মেট্রো রুটে।
1/5শুক্রবার বিকেল থেকে দমদম স্টেশন থেকে চালু হয় ডালিয়ান রেকের বাণিজ্যিক যাত্রা। এর আগে দীর্ঘদিন ধরে এই রেক পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে। গতকাল দমদম থেকে এই নতুন রেকের যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। দমদম স্টেশন থেকে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ছাড়ে নতুন এই ডালিয়ান রেক।
2/5জানা গিয়েছে, করোনা অতিমামির আগে থেকেই এই নতুন রেক চালানোর পরিকল্পনা ছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। চিন থেকে আমদানি করে আনা হয়েছে এই মেট্রো রেক। তাই করোনাকালে এই মেট্রো রেক দেশে আনতে বেশি সময় লাগে। উল্লেখ্য, ২০১৯ সালের মার্চ মাসে এই ধরনের রেক প্রথম আসে শহরে। দফায় দফায় ট্রায়াল রান চলে ডালিয়ান রেকের। এর চার বছর পর অবশেষে বাণিজ্যিক যাত্রা শুরু করল এই রেক।
3/5বর্তমানে কলকাতা মেট্রোয় যে এসি রেকগুলি চলে, তার তুলনায় চিনে তৈরি এই ডালিয়ান রেকের দরজা ১০০ মিলিমিটার বেশি চওড়া। এই রেকে উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এদিকে বাইরের শব্দ কমানোর জন্য অত্যুধুনিক প্রযুক্ত অন্তর্ভুক্ত রয়েছে এই মেট্রো রেকে। এই মেট্রো রেখে থাকছে এয়ার ডিফিউজার, এক্সিট ইন্ডিকেটর এবং উন্নতমানের অ্যালার্ম ডিভাইস।
4/5এদিকে মেট্রো রেকের দরজার সামনে যাত্রীদের ধরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এতে। তাছাড়া হুইল চেয়ার পার্কিং সুবিধা রয়েছে ডালিয়ান রেকে। এদিকে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এই রেকে উন্নত ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে। অগ্নি নির্বাপক যন্ত্র, চওড়া 'ইভাকুয়েশন ডোর'ও আছে এই রেকে। তাছাড়া অ্যান্টি-স্কিড রবার ফ্লোরিং আছে এতে। এর ফলে যাত্রীদের দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছলে যাওয়ার সম্ভাবনা কম।
5/5জানা গিয়েছে, শুক্রবার যে রেকটি চালিয়েছে, সেটি সাফল্য পেলে, আগামী দিনে কলকাতা মেট্রো মোট ১৩টি ডালিয়ান রেক কিনবে। আপাতত শুধুমাত্র নর্থ সাউথ বা ব্লু লাইনে চলবে চিনা ডালিয়ান রেক। তবে পরবর্তীতে অন্যান্য মেট্রো রুটেও এই রেক ব্যবহার করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আরও তিনটি ডালিয়ান রেক খুব শীঘ্রই চলে আসবে দেশে।