আপনার সব প্রশ্নের উত্তর পাবেন একটা ডিজিটাল প্লাটফর্মে। রামকৃষ্ণ মিশনের নয়া ডিজিটাল প্লাটফর্ম। বড় উদ্যোগ।
1/4স্বামীজি ঠিক কোন পথে পরিভ্রমণ করেছিলেন? বেলুড় মঠের ইতিহাসটা ঠিক কী? গোটা বিশ্ব জুড়ে বেলুড় মঠের কত শাখা রয়েছে? এনিয়ে জানার আগ্রহ থাকে অনেকেরই। কিন্তু নেট খুললে যে সমস্ত তথ্য় পাওয়া যায় তা কতটা সঠিক, কতটা গ্রহণযোগ্য তা নিয়ে সংশয়টা থেকেই যায়। তবে এবার খোদ বেলুড়মঠ কর্তৃপক্ষ যাবতীয় সংশয়ের নিরসন করবে। শুক্রবার বেলুড় মঠে রামকৃষ্ণ মিশনের নতুন ডিজিটাল প্লাটফর্মের সূচনা করা হয়েছে।
2/4সূত্রের খবর, এই নয়া প্লাটফর্মে স্বামী বিবেকানন্দর শিকাগো ধর্ম মহাসভা থেকে ফেরার পরে যে সমস্ত জায়গায় গিয়েছিলেন যেখানে থেকেছেন সেই সমস্ত জায়গায় জিও ম্যাপিং এই ডিজিটাল প্লাটফর্মে থাকবে।
3/4গুগল আর্থের মাধ্যমে স্বামীজির অবস্থানকালের সেই বিষয়গুলি তুলে ধরা হবে। সবটাই দেখতে পাবেন ডিজিটাল প্লাটফর্মে। http://publication.rkmm.org
4/4শুক্রবার বুদ্ধপূর্ণিমার দিন এই নয়া ডিজিটাল প্লাটফর্মের সূচনা করা হয়েছে। নিঃসন্দেহে অভিনব উদ্যোগ। যে উদ্যোগের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বামীজির পরিভ্রমণ, যে ডিজিটাল প্লাটফর্ম খুললেই পাওয়া যাবে বেলুড়মঠের ইতিহাস। বেলুড় মঠের কোথায় কত শাখা রয়েছে সেটাও জানা যাবে এই প্লাটফর্মের মাধ্যমে। এখানে শ্রীরামকৃষ্ণ, সারদা মা, ও স্বামীজি সম্পর্কে বহু তথ্য় পাওয়া যাবে। স্বামীজি সম্পর্কিত বিভিন্ন বই সম্পর্কেও এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এই নয়া উদ্যোগের নাম ফুট ট্রেস উইথ স্বামীজি। (ছবি সৌজন্য, ফেসবুক @rkmbelur)