New Garia-Ruby Metro inauguration: অপেক্ষার অবসান, বৃহস্পতিতে চালু হবে কলকাতার চতুর্থ মেট্রো রুট, জেনে নিন বিশদ
Updated: 30 Apr 2023, 01:02 PM ISTইতিমধ্যেই কলকাতায় তিনটি রুটে মেট্রো চলাচল করে। এবার চতুর্থ রুটে মেট্রো পরিষেবা পেতে চলেছেন কলকাতাবাসী। জানা গিয়েছে, সামনের সম্পাহে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অরেঞ্জ রুটে মেট্রো যাত্রার সূচনা হতে পারে। পুরী থেকে ভার্চুয়ালি সেই রুটের মেট্রোকে সবুজ পতাকা দেখাতে পারেন প্রধানমন্ত্রী মোদী।
পরবর্তী ফটো গ্যালারি