New garia-Ruby Metro Orange Line: বেহালা মেট্রোর থেকে বেশি অর্থপূর্ণ, নিউ গড়িয়া-রুবি রুট নিয়ে কী পরিকল্পনা রেলের?
Updated: 18 Feb 2023, 11:40 AM ISTকলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিষেবা চালু হওয়ার জন্য প্রায় প্রস্তুত। এই লাইনটি চালু হয়ে গেলে যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। মেট্রোর দুটি লাইন অর্থাৎ ব্লু লাইন এবং অরেঞ্জ লাইনকে সংযুক্ত করবে কবি সুভাষ মেট্রো স্টেশন।
পরবর্তী ফটো গ্যালারি