New Garia to Airport Metro: জমিজট কাটিয়ে ফের ছুটতে শুরু করবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো? উত্তর মিলতে পারে শুক্রবার। জট কাটাতে আজ সবপক্ষের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আপাতত সেই মেট্রো কতদিনে সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে, তা দেখে নিন -
1/6নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের জমি হস্তান্তর সংক্রান্ত জট কাটাতে শুক্রবার বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব। সবপক্ষের সঙ্গে সেই বৈঠক ডেকেছেন তিনি। যে মেট্রো প্রকল্পের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশের পরিষেবা চলতি মাসেই শুরু হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কলকাতা মেট্রো)
2/6মাসকয়েক আগেই মেট্রো কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, আগামী অক্টোবরের মধ্যে সেক্টর ফাইভ পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো ছুটতে শুরু করবে (৯.৮২ কিমি অংশে)। কিন্তু ইএম বাইপাস এবং চিংড়িঘাটা ক্রসিংয়ে ট্র্যাফিক সংক্রান্ত সমস্যার কারণে দ্বিতীয় পর্যায়ে মেট্রোপলিটন পর্যন্ত মেট্রো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কলকাতা মেট্রো)
3/6সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে চলতি পর্যন্ত বেলেঘাটা পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা শুরু করতে চাইছে আরভিএনএল। তারপর আগামী বছরের মধ্যে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরকে আরও এগিয়ে সেক্টর ফাইভ পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ ফের বাজেটে যে 'ডেডলাইন' নির্ধারণ করা হয়েছিল, তা আরও এক বছর পিছিয়ে যেতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কলকাতা মেট্রো)
4/6তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা, তা নিয়েও উদ্বেগ আছে। কারণ এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জমি হস্তান্তর সংক্রান্ত জট । সূত্রের খবর, এখনও পর্যন্ত আরভিএনএলের হাতে মেট্রোপলিটন এবং চিংড়িঘাটা ক্রসিং তুলে দেওয়া হয়নি। তার ফলে নির্মাণকাজ থমকে আছে। পরিস্থিতি এমনই হয়েছে যে নির্মাণকারী সংস্থা হাত তুলে নেওয়ার সম্ভাবনাও আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কলকাতা মেট্রো)
5/6সেই পরিস্থিতিতে শুক্রবার সবপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব। বিষয়টি নিয়ে আরভিএনএলের কর্তাদের আশা, দ্রুত জমি হস্তান্তর সংক্রান্ত জট কেটে যাবে। সবপক্ষ ঐক্যমতে পৌঁছাবে। আরভিএনএলের হাতে মেট্রোপলিটন, চিংড়িঘাটা ক্রসিং এবং ভিআইপি বাজার তুলে দেওয়া হবে। যা লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আরভিএনএল কর্তারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে কলকাতা মেট্রো)
6/6উল্লেখ্য, জমিজটের কারণে দীর্ঘদিন ধরে ঝুলে আছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর (ভায়া রাজারহাট) মেট্রো প্রকল্প। একাধিকবার 'ডেডলাইন' ফস্কেছে। সেই পরিস্থিতিতে ওই মেট্রো করিডরে (অরেঞ্জ লাইন) আংশিকভাবে পরিষেবা শুরু করা হচ্ছে। প্রাথমিকভাবে নিউ গড়িয়া (কবি সুভাষ) থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। যে অংশে মোট পাঁচটি স্টেশন আছে। (ছবিটি প্রতীকী)