New PAN IT Scam of Crores: চালান ছোট্ট মুদি দোকান, আচমকা হাতে এল ১২ কোটির আয়কর নোটিশ! দেশে চলছে নয়া প্যান জালিয়াতি
Updated: 20 Jun 2024, 12:26 PM ISTমৃত, প্রবীণ নাগরিক, কৃষক এবং শিক্ষার্থীদের নামে প্যান জালিয়াতি শুরু হয়েছে দেশে। এমনই দাবি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে। দাবি করা হয়েছে, ভারত জুড়ে এই নয়া ধরনের প্যান কেলেঙ্কারির ঘটনা ঘটছে। দাবি করা হচ্ছে, কর ফাঁকি দিতে এই নয়া ধরনের জালিয়াতি করা হচ্ছে। যাতে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
পরবর্তী ফটো গ্যালারি