কোনও সিরিয়াল বন্ধ না করেই শুরু হচ্ছে ‘উমা’ এবং ‘আয় তবে সহচরী’। জেনে নিন, এর জেরে কোন কোন সিরিয়ালের কপাল পুড়ল!
1/9আজ. ১৩ই সেপ্টেম্বর থেকে স্টার জলসা ও জি বাংলার শুরু হচ্ছে দুই বহুচর্চিত ধারাবাহিক, ‘উমা’ এবং ‘আয় তবে সহচরী’র সম্প্রচার। নতুন দুই সিরিয়াল শুরু হলেও বন্ধ হচ্ছে না কোনও সিরিয়ালের টেলিকাস্ট। তবে সম্প্রচারের সময়সূচীতে আসছে বিস্তর রদবদল।
2/9জি বাংলায় সন্ধ্যা সাতটায় সম্প্রচারিত হবে নীল ও শিঞ্জিনী অভিনীত ‘উমা’। হ্যাঁ, ‘কৃষ্ণকলি’র স্লট ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক। সবচেয়ে আশ্চর্যের কথা হল দুই ধারাবাহিকের নায়কই নীল। একইসঙ্গে দুই সিরিয়ালে কাজ করবেন তিনি।
3/9‘উমা’র জন্য সময এগিযে এসেছে ‘কৃষ্ণকলি’র{ চলতি সপ্তাহ থেকে সন্ধ্যা ছ-টায সম্প্রচারিত হবে এই ধারাবাহিক{ এর আগে এই সমযে দেখা য়েত ‘রিমলি’।
4/9কৃষক কন্যা রিমলির লড়াইযের গল্প এখন দেখা যাবে গভীর রাতে। ১৩ই সেপ্টেম্বর থেকে রাত সাড়ে এগারোটায় সম্প্রচারিত হবে রিমলি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই শেষ হবে এই ধারাবাহিক।
5/9এছাড়া চ্যানেলের বাকি সমস্ত সিরিয়ালের সময় অপরিপর্তিত থাকছে।
6/9কনীনিকা বন্দ্যোপাধ্যায় কামব্যাক টেলিভিশন শো ‘আয় তবে সহচরী’ সম্প্রচারিত হবে আজ থেকে রাত ৯টার স্লটে। অর্থাত্ 'সর্বজয়া' দেবশ্রীর মুখোমুখি হচ্ছেন কনীনিকা।
7/9এর জেরে মাত্র মাস দেড়েকের মধ্যেই রাত ৯টার প্রাইম টাইম স্লট ছেড়ে দিতে হচ্ছে ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’কে। আজ থেকে রাত ১১টায় দেখা যাবে দেবাদৃতা বসু অভিনীত এই ভক্তিমূলক শো।
8/9ইতিমধ্যেই শেষ হয়েছে ‘ধ্রুবতারা’র শ্যুটিং। আগামী কয়েকদিন রাত সাড়ে এগারোটার স্লটে সম্প্রচারিত হবে ‘ধ্রুবতারা’। (ছবি- ডিজনি প্লাস হটস্টার)
9/9এর বাইরে স্টার জলসার অপর সকল সিরিয়ালের টাইম অপরিবর্তিত থাকছে।