নবদ্বীপ ধাম, পুরীর কোনারক মন্দির, সমুদ্র, জগন্নাথ দর্শন এই প্যাকেজে অন্তর্ভুক্ত।
1/5এক যাত্রায় দুই তীর্থস্থানে ভ্রমণ। তাও আবার স্বল্প খরচে। ভ্রমণপিপাসুদের জন্য নতুন নবদ্বীপ-পুরী প্যাকেজ ট্যুর আনল ভারতীয় রেল। ফাইল ছবি : পিটিআই
2/5উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।আগামী ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এই প্যাকেজ থাকছে।(ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার) (@RailMinIndia)
3/5প্যাকেজে এসি ও নন-এসি অপশন পাবেন। নবদ্বীপ ধাম, পুরীর কোনারক মন্দির, সমুদ্র, জগন্নাথ দর্শন এই প্যাকেজে অন্তর্ভুক্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্য @TheSanjivKapoor)
5/5এর মধ্যেই নিরামিষ খাবারের খরচ ধরা আছে। ডিব্রুগড় থেকে আগামী ২১ ডিসেম্বর ট্রেনটি রওনা দেবে। আগামী ২২ ডিসেম্বর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে। ছবি : টুইটার (Twitter)