বাংলা নিউজ > ছবিঘর > New Vande Bharat Depot in Howrah: '৫০টি বন্দে ভারত চলবে', ৩০০ কোটি দিয়ে হাওড়ায় তৈরি অত্যাধুনিক রেল ডিপো

New Vande Bharat Depot in Howrah: '৫০টি বন্দে ভারত চলবে', ৩০০ কোটি দিয়ে হাওড়ায় তৈরি অত্যাধুনিক রেল ডিপো

আপাতত পশ্চিমবঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ... more

আপাতত পশ্চিমবঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এপ্রিল মাসেই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে রাজ্যে। সেটি অবশ্য নিউ জলপাইগুড়ি থেকে ছুটবে। তবে অদূর ভবিষ্যতেই হাওড়া থেকে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চালু করার পরিকল্পনা রয়েছে রেলের। এই আবহে আধুনিক ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য হাওড়ার ঝিল সাইডিংয়ে বুধবার নতুন ডিপোর উদ্বোধন হয়ে গেল।