প্রথমে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, ১৫ মে সোমবার চালু হতে চলেছে বাংলারক দ্বিতীয় বন্দে ভারত। তবে আজ এই ট্রেনের উদ্বোধন হয়নি। রিপোর্ট অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৮ মে) পুরী থেকে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হবে।
1/5হাওড়া থেকে পুরী ৫০২ কিমি পথ অতিক্রম করবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি। এই যাত্রা সম্পন্ন করতে মোটামুটি ৬ ঘণ্টা সময় লাগবে ট্রেনের। এই রুটে সম্ভবত বন্দে ভারত ট্রেন সর্বোচ্চ ১৩০ কিমি গতিবেগ ছুঁতে পারে। এই রুটে এখনও পর্যন্ত সবথেকে দ্রুত গরিত ট্রেন হল শতাব্দী এক্সপ্রেস। এটি যাত্রা সম্পন্ন করতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় নেয়। (PTI)
2/5কোথায় কোথায় দাঁড়াবে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস? রিপোর্ট অনুযায়ী, খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর, কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে দাঁড়াতে পারে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তবে সেই বিষয়টি নিয়েও রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। (PTI)
3/5কখন ছাড়বে পশ্চিমবঙ্গের নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস? রিপোর্ট অনুযায়ী, হাওড়া থেকে সকাল ৫টা ৫০ মিনিটে ছাড়তে পারে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস। এবং বেলা ১১টা ৫০ মিনিটে ট্রেনটি পুরী স্টেশনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এদিকে ফিরতি যাত্রায় পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ২টায় এবং সেটি গন্তব্যে এসে পৌঁছতে পারে সন্ধ্যা সাড়ে ৭টায়। (PTI)
4/5এদিকে রিপোর্ট অনুযায়ী, এই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ারকারের টিকিট হতে পারে ১৫৯০ টাকা। এর সঙ্গে কেটারিংয়ের ৩০৮ টাকা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া এক্সিকিউটিভ আসনের জন্য প্রতি আসনের জন্য খরচ রতে হতে পারে ২৮১৫ টাকা। এর সঙ্গে কেটারিংয়ের ৩৬৯ টাকা অন্তর্ভুক্ত থাকবে। ইচ্ছে করলে খাবার বাদ দিয়ে কম দামে টিকিট কাটতে পারেন যাত্রীরা। (PTI)
5/5এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ১৪টি এসি চেয়ারকার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ারকার থাকবে বলে জানা গিয়েছে। এর আগে গতবছর ডিসেম্বরে বাংলার প্রথম বন্দে ভারত চালু হয়েছিল। দেশে ইতিমধ্যেই ১৫টি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। এর মধ্যে ৮টি ট্রেনই এবছর উদ্বোধন করা হয়েছে। এদিকে এরপরে বাংলা আরও দু'টি রুটে শীঘ্রই বন্দে ভারত পেতে পারে বলে আশা করা হচ্ছে। (PTI)