বাংলা নিউজ > ছবিঘর > New Wage Code Gratuity Rule: চকরিজীবীদের জন্য সুখবর, এবার মাত্র একবছর চাকরিতেই মিলতে পারে গ্র্যাচুটির টাকা!

New Wage Code Gratuity Rule: চকরিজীবীদের জন্য সুখবর, এবার মাত্র একবছর চাকরিতেই মিলতে পারে গ্র্যাচুটির টাকা!

দেশের শ্রম আইনে সংশোধন করে শীঘ্রই চারটি নতুন শ্রম কোড কার্যকর করতে চলেছে কেন্দ্র। শ্রম মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি লোকসভায় লিখিত তথ্য দিয়েছেন এই সংক্রান্ত। নতুন লেবার কোড চালু করে কর্মীদের ছুটি বেতন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটিতে বড়সড় পরিবর্তন আসবে৷