নতুন বছরের সূচনাতেও গুগল ডুডলের মাধ্যমে চমক দিতে ভুলল না গুগল।
1/5বছরের প্রতিটা দিনে নতুন নতুন চমক দেয় গুগল। প্রতিটা দিনই বিশেষ কোনও সাজে সেজে ওঠে গুগলের লোগো। ছবি : গুগল ( Google)
2/5এই বিভিন্ন ধরনের আঁকা, ডিজাইন গুগল ডুডল নামে পরিচিত। নতুন বছরের সূচনাতেও গুগল ডুডলের মাধ্যমে চমক দিতে ভুলল না গুগল। ছবি : গুগল ( Google)
3/5১ জানুয়ারি ২০২২-এ যদি আপনি গুগল সার্চ ইঞ্জিনের হোম পেজ খোলেন, তাহলে এই নতুন গুগল ডুডল দেখতে পাবেন। ছবি : গুগল ( Google)
4/5একটি ক্র্যাকারের মধ্যে থেকে বেরিয়ে আসছে নতুন ২০২২ সালের হরফে ক্লিপ আর্ট। পুরোটাই GIF ফরম্যাটে। ছবি : গুগল ( Google)
5/5চাইলে এটি শেয়ারও করতে পারবেন প্রিয়জনদের সঙ্গে। লোগোর পাশেই ডানদিকে একটি শেয়ার অপশন পাবেন। সেখান থেকেই এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। ছবি : গুগল ( Google)