Newcastle United wins Carabao Cup- ৭০ বছর পর ফের মেজর ট্রফি জয় নিউক্যাসলের! কারাবাও কাপ ফাইনালে লিভারপুলকে ২-১ হারাল
Updated: 17 Mar 2025, 08:00 AM IST৭০ বছরের বড় ট্রফির খরা অবশেষে কাটিয়ে ফেলল নিউক্যাসল ইউনাইটেড। নিজেদের ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায় রচনা করল ইংল্যান্ডের এই ক্লাব। কারাবাও কাপ চ্যাম্পিয়ন হয় নিউক্যাসল ইউনাইটেড। ১৯৫৫ সালের পর এই প্রথম কোনও ঘরোয়া বড় ট্রফি জিতল নিউক্যাসল।
পরবর্তী ফটো গ্যালারি