শহরের কোলাহল থেকে দূরে বকখালিতে কিছু একান্ত সময় কাটালেন 'কর্মব্যস্ত' নবদম্পতি।
1/6গত ১৫ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়ছেন টেলিভিশন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তবে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত দুজনেই। তাই হানিমুনের প্ল্যান কার্যত বাতিল করতে হয়েছে দুজনকেই। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6বাংলা টেলিভিশনের দুই পরিচিত মুখ সৌরভ ও ত্বরিতা। রাণী রাসমণি ধারাবাহিকে মা সারদার মায়ের ভূমিকায় অভিনয় করছেন ত্বরিতা। অন্যদিকে সৌরভ সম্পর্কে তরুণ কুমারের নাতি। অর্থাৎ তরুণ কুমারের মেয়ে মনামী মুখোপাধ্যায়ের ছেলে তিনি।
3/6বিয়ের দিন তিনেকের মাথাতেই রাণী রাসমণির সেটেে ফিরেছিলেন ত্বরিতা। তবে হাতে কিছু সময়বার করে বিয়ের পর প্রথম ট্রিপ সেরে ফেলেছেন নবদম্পতি। দূরে কোথাউ নয়, সৌরভ-ত্বরিতা ঘুরতে গিয়েছিলেন শহরের খুব কাছে বকখালিতে। সেই ছবি উঠে এসেছে নায়িকার ইনস্টাগ্রাম পেজে।