ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কর... more
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে করা গোলটি ছিল ব্রাজিলের জার্সি গায়ে তাঁর ৭৭তম। সেই গোলই দলকে সেমিফাইনালে তুলতে যথেষ্ঠ বলে ভেবেও নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা হল না। ম্যাচ শেষে মাঠেই ভেঙে পড়লেন। তিনি নেইমার। অপ্রত্যাশিত ভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় অবসর নিয়ে জল্পনা উস্কে দিলেন ব্লাজিলিয়ান তারকা।
1/5গতকাল দেশের জার্সিতে নিজের ৭৭তম গোল করে কিংবদন্তি পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেন নেইমার। ব্রাজিলের হয়ে নিজের ১২৪তম ম্যাচে এই কীর্তিমান স্থাপ করেন তিনি। তবে ব্রাজিলের ম্যাচ জেতা হল না। অতিরিক্ত সময়ের শেষ লগ্নে এসে গোল খায় ব্রাজিল। এরপর পেনাল্টি শুটআউটে ছিটকে যায় তারা। (AFP)
2/5এই হারের পরই নেইমার জানিয়ে দেন, তিনি ১০০ শতাংশ নিশ্চিত নন যে আগামীতে কখনও জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নামবেন কি না। তাঁর এই মন্তব্যের পরই ব্রাজিলিয়ান তারকার অবসর নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে ফুটবল মহলে। (AFP)
3/5বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট পেয়ে গ্রুপ পর্যায়ের শেষের দু’টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। এরপর প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটান নেইমার। এবং কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একার জাদুতেই প্রায় দলকে সেমিতে তুলে দিয়েছিলেন নেইমার। তবে ম্যাচ হেরে মাঠেই কান্নায় ভেঙে পড়েন তিনি। (AFP)
4/5এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মেরুদণ্ডে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। সেবার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারতে হয়েছিল নেইমারহীন ব্রাজিলকে। ২০১৮ সালে চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিলেও কোয়ার্টারেই ছিটকে গিয়েছিল ব্রাজিল। এবারও তাই হল। (AFP)
5/5গতরাতের ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি এখনই জাতীয় দলের দরজা বন্ধ করছি না। তবে আমি ১০০ শতাংশ নিশ্চিত করে বলতে পারছি না যে আমি জাতীয় দলে আবারও ফিরব।’ (AFP)