1/6টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ নিয়া শর্মা। নিজের বোল্ড অবতারের জন্য সমসময় চর্চায় থাকেন তিনি। সদ্য বুকচেরা কালো ব্যাকলেস পোশাকে নেটমাধ্যমে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। (ছবি ইনস্টাগ্রাম)
2/6ক্রিসমাসে জমকালো গাউনে ধরা দেন নিয়া। বুক চেরা, পেট খোলা গাউনে নেটমাধ্যমে অভিনেত্রীর লুক চর্চায়।
3/6ব্যাকলেস গাউনে নেটমাধ্যমে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী। শেয়ার করেছেন একাধিক ছবি।
4/6ছবিতে শেয়ার করে তিনি লিখেছেন ‘আমার বাইরে যাওয়া খুব বেশি পছন্দ নয়। কিন্তু সাজুগুজু করতে খুব ভালোবাসি৷ সাত সমন্দর লঞ্চ ইভেন্টে এই সাজে'।
5/6কানে ঝোলা দুল, মাথায় পনিটেল করেছেন নিয়া।
6/6ডিপ নেকলাইন পোশাকে বেশ আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন তিনি।