জলপ্রপাতের বিশাল এলাকা জুড়ে এখম শুধুই বরফ। একাংশে জমে থাকা বরফ নায়াগ্রাকে যেন গ্রাস করে ফেলছে ক্রমাগত বেড়ে চলা নিউ ইয়র্কের বুকের শীতকালীন ঝড়ের জেরে। তবে স্বস্তির বার্তা একটাই যে গত কয়েকদিন ধরে চলা তুষার ঝড়ের গতি আপাতত খানিকটা মন্থর আমেরিকায়।
1/6পশ্চিম নিউইয়র্কের একটা বিস্তীর্ণ এলাকা আর্কটিক বম্ব সাইক্লোনের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রিসমাসের মরশুমে গোটা আমেরিকা জুড়ে বম্ব সাইক্লোনের দাপটে চলা তুষার ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে যায় সেখানের বহু শহর।তারই মাঝে ঝড়ের দাপটে নায়াগ্রা জলপ্রপাতের একাংশ তুষার ঝড়ের ফলে জমে গিয়েছে। (Photo by Joed Viera / AFP)
2/6এক প্রকাণ্ড এলাকা জুড়ে জলরাশির নিয়ে নিচের দিকে আছড়ে পড়া নায়াগ্রা জলপ্রপাতের শোভায় গোটা দুনিয়া মুগ্ধ। কার রূপ দেখতেই ভিড় জমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের। এদিকে, সেই নায়াগ্রা জলপ্রপাত বরফের দাপটে জমতে শুরু করেছে। (ছবি সৌজন্য- টুইটার)
3/6জলপ্রপাতের বিশাল এলাকা জুড়ে এখম শুধুই বরফ। একাংশে জমে থাকা বরফ নায়াগ্রাকে যেন গ্রাস করে ফেলছে ক্রমাগত বেড়ে চলা নিউ ইয়র্কের বুকের শীতকালীন ঝড়ের জেরে। তবে স্বস্তির বার্তা একটাই যে গত কয়েকদিন ধরে চলা তুষার ঝড়ের গতি আপাতত খানিকটা মন্থর আমেরিকায়। (ছবি সৌজন্য- টুইটার)
4/6আমেরিকা জুড়ে বিস্তীর্ণ এলাকায় দাপট দেখিয়েছে আর্কটিক বম্ব সাইক্লোন। তুষার ঝড়ে নায়াগ্রা নদীর খানিকটা অংশ তুষারে আবৃত হতে শুরু করেছে। জলপ্রপাতের জল পড়তে থাকা অবস্থাতেই তুষারে আবৃত হতে শুরু করেছে।
5/6নায়াগ্রা জলপ্রপাত পুরোপুরি কখনওই বরফাবৃত হওয়া সম্ভব নয় বলে দাবি নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষের। বিশ্বের উচ্চতম এই জলপ্রপাতের গোটাটিকেই বরফে আবৃত করে ফেলা কখনওই সম্ভব নয়, এর বিশাল জলরাশির কারণে। নিউ ইয়র্ক পোস্টের মতে আপাতত নায়াগ্রার যা ছবি উঠে আসছে তা আসলে ‘উইন্টার ওয়াটারল্যান্ড’।
6/6এদিকে, গোটা আমেরিকায় প্রবল বম্ব সাইক্লোনের জেরে ৫০ জনের মৃত্যুর খবর এসে পৌঁছেছে। অন্যদিকে, তারই মাঝে নায়াগ্রার জলের একাংশ জমে যাওয়ার খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়। ৩,১৬০ টনের জলরাশি সম্পন্ন এই নদীর জপলপ্রপাত প্রতি সেকেন্ডে ঝড়ে পড়ে। সেখানেই বরফ জমাট বাঁধার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের দিক থেকে। (ছবি সৌজন্য- টুইটার)