নতুন বছরে স্ত্রীকে আদরে ভরিয়ে দিলেন নিক। একগুচ্ছ ছবি শেয়ার করলেন দেশি গার্ল।
1/7সমুদ্রের বুকে প্রমোদতরীতে স্বামী নিক জোনাসে সঙ্গে বর্ষবরণে মাতলেন দেশি গার্ল। নতুন বছরকে এভাবে স্বাগত জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। (ছবি ইনস্টাগ্রাম)
2/7গাঢ় গোলাপী রঙের গাউন পরে স্বামীর কোলে মাথা রেখে সকলকে ২০২২ সালের শুভেচ্ছা জানালেন দেশি গার্ল। ছবিতে প্রিয়াঙ্কাকে আলতো চুমুতে ভরিয়ে দিয়েছেন নিক।
3/7ভালোবাসার মানুষকে বাহুডোরে নিয়েই বর্ষবরণের উদযাপনে মাতলেন মার্কিন পপ তারকা নিক জোনাস। নতুন বছরের শুরুতেই নিয়াঙ্কার রোম্যান্সে মজে নেটপাড়া। এদিন কমলা রঙের বিকিনি পরে সানবাথ নিতে দেখা গেছে দেশি গার্লকে।
4/7স্বামীর নিকের সঙ্গে নববর্ষ উদযাপনের ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ছবি দিলাম। আমি পরিবার এবং বন্ধুদের কাছে কৃতজ্ঞ। ২০২২ সালকে উদযাপন করছি। নতুন বছরের শুভেচ্ছা সকলকে’।
5/7নতুন বছর উদযাপনের একগুচ্ছ অদেখা মুহূর্তের ছবি শেয়ার করেন দেশি গার্ল।
6/7প্রমোদতরীর সুইমিং পুলের সামনে আবহাওয়াকে উপভোগ করছেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন নাতাশা পুনাওয়ালাও।
7/7সূর্যোদয়ের ছটায় উপভোগ করছেন গ্লাসের শ্যাম্পেন। শেয়ার করেছেন সেই ছবিও।