সব জায়গায় সিদ্ধান্ত নিতে নিতেই এত দেরি হয় যে প্রকল্পগুলির খরচ বেড়ে যায়।
1/5সিস্টেমে গলদ। সেই কারণেই এত দেরি হয় সমস্ত সরকারি প্রকল্পে। শুক্রবার এ কথা বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকড়ি। ফাইল ছবি : পিটিআই (PTI)
2/5এসসিএল ইন্ডিয়া ২০২১ কনফারেন্সে যোগ দিয়ে এমনটা বলেন তিনি। তাঁর মতে, সরকারি ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করাই ছিল অন্যতম বড় সমস্যা। ফাইল ছবি : এএনআই (HT_PRINT)
3/5গডকড়ি বলেন, সব জায়গায় সিদ্ধান্ত নিতে নিতেই এত দেরি হয় যে প্রকল্পগুলির খরচ বেড়ে যায়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Sunil Ghosh/HT)
4/5'আমরা জানি ভারতে কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য নির্মাণ কাজ একটি প্রধান ক্ষেত্র। কৃষির পরে, এটিই আমাদের জিডিপিতে অবদানের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে,' তিনি যোগ করেন। ফাইল ছবি : পিটিআই (PTI Photo/Kamal Singh)
5/5'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সভাপতিত্বে একটি কমিটি নিযুক্ত করেছেন। আমরা এখন দ্রুত দেশের পরিকাঠামো তৈরির প্রকল্প সম্পর্কিত সমস্যাগুলি সমাধানের চেষ্টা করি,' বলেন গডকড়ি। ফাইল ছবি : পিটিআই (PTI)