Nitish Kumar Meets Prashant Kishor: প্রশান্ত কিশোর... more
Nitish Kumar Meets Prashant Kishor: প্রশান্ত কিশোর ও পবন বর্মা এককালে দুজনেই জেডিইউ ছেড়ে চলে যান। তারপর এই সাক্ষাৎ। সাক্ষাৎ সম্পর্কে নীতীশ কুমার মুখ খুলে বলেন, ‘হ্যাঁ আমরা দেখা করেছি। আমরা কোনও বিশেষ বিষয় নিয়ে আলোচনা করিনি। একটা সাধারণ কথাবার্তা এগিয়েছে। এর সঙ্গে কোনও কিছুর সেভাবে যোগ নেই। ’
1/6সেপ্টেম্বরের শুরুর দিকে দুজনের একে অপরের বিরুদ্ধে টুইট পাল্টা টুইটে নজর রাখলে এই রাজনৈতিক সমীকরণ ধাঁধায় ফেলে দেবে। সেই সময় নীতীশের অভিযোগ ছিল যে প্রশান্ত কিশোর সাহায্য করছেন বিজেপিকে। পাল্টা নীতীশ কুমারের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি পোস্ট করেন প্রশান্ত কিশোর। লেখেন না কোনও লাইন। এই ঘটনার পর সদ্য প্রশান্ত কিশোরের সঙ্গে নীতীশ কুমারের ৪৫ মিনিটের বৈঠক হয়েছে বলে খবর। (PTI Photo)
2/6সূত্রের খবর নীতীশের জেডিইউএর প্রাক্তন সদস্য পবন বর্মা এই বৈঠকের আয়োজন করেন। ২০২৪ লোকসভা ভোটের আগে এই বৈঠক রীতিমতো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যেখানে নীতীশ কুমার প্রধানমন্ত্রিত্বের অন্যতম দাবিদার হিসবে উঠে আসতে পারেন বলেও জল্পনা, সেখানে প্রশান্ত কিশোরের সঙ্গে এই বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যবাহী।
3/6উল্লেখ্য, এককালে নীতীশের জেডিইউতে রাজনৈতিকভাবে পা রেখেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এরপর জেডিইউ ছাড়েন কিশোর। মন দেন ভোট কৌশলের পেশাগত দিকে। প্রসঙ্গত, সেই জায়গা থেকে ২০২৪ লোকসভা ভোটের আগে কংগ্রেসও প্রশান্ত কিশোরের সঙ্গে পর পর বৈঠক করে। নীতীশের সঙ্গে প্রশান্তের সাক্ষাৎ এমনকি পবন বর্মার সাক্ষাৎও বেশ প্রাসঙ্গিক। কেন তা দেখে নেওয়া যাক। (PTI Photo)
4/6 উল্লেখ্য, প্রশান্ত কিশোর ও পবন বর্মা এককালে দুজনেই জেডিইউ ছেড়ে চলে যান। তারপর এই সাক্ষাৎ। সাক্ষাৎ সম্পর্কে নীতীশ কুমার মুখ খুলে বলেন, ‘হ্যাঁ আমরা দেখা করেছি। আমরা কোনও বিশেষ বিষয় নিয়ে আলোচনা করিনি। একটা সাধারণ কথাবার্তা এগিয়েছে। এর সঙ্গে কোনও কিছুর সেভাবে যোগ নেই। ’ (PTI)
5/6নীতীশ কুমার আরও বলেন। তিনি বলেন, ‘দেখা করতে সমস্যা কোথায়? আমরা প্রত্যেকেই প্রত্যেককে চিনি।' এদিকে বিজেপিকে সমর্থন ইস্যুতে প্রশান্তের সঙ্গে সংঘাতর পর এই বৈঠক নিয়ে মন্তব্যের সময় নীতীশ কুমার বলেন, ‘আমি ওঁকে (প্রশান্ত কিশোর) কে নিয়ে মর্মাহত নই’।
6/6এর আগে বিহারে সরকারে তেজস্বীদের আরজেডির সঙ্গে নীতীশ কুমারের পথ চলা নিয়ে কটাক্ষ করেন প্রশান্ত কিশোর। তিনি বলেছিলেন, ‘নীতীশ কুমার এর আগে ছিলেন পক্ষ (শাসকদল) এর সঙ্গে এখন কিনি বিপক্ষ (বিরোধী)দের সঙ্গে। কতটা তা নির্ভরযোগ্য তা মানুষ বিচার করবে।’ তিনি এও বলেছিলেন যে এটি কতটা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে তা নিয়েও রয়েছে সন্দেহ। (PTI Photo)