শীঘ্রই আরও এক নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে ... more
শীঘ্রই আরও এক নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত রুটে বন্দে ভারতের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেল ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পরিতাঠামো খতিয়ে দেখা হচ্ছে এর জন্য
1/5উল্লেখ্য, ১৭ মার্চ জারি করা উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটে বন্দে ভারতের যাত্রার সূচনা করা হবে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার জ্যোতিন্দ্র দিগি। খুব সম্ভবত ট্রেনটির উদ্বোধন গুয়াহাটি থেকে হবে। কারণ ১৪ এপ্রিল বিহু উপলক্ষে গুয়াহাটি যেতে চলেছে প্রধানমন্ত্রী মোদী। (PTI)
2/5উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত রেললাইনে পরিকাঠামো উন্নত করার জন্য কাজ করা হচ্ছে। সম্প্রতি জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শনে এসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানিয়েছিলেন বন্দে ভারত এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত চালানোর জন্য তারা প্রস্তুত। জানা গিয়েছে, বন্দে ভারত যাতে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে এই রুটে ছুটতে পারে, তার জন্য প্রস্তুত হচ্ছে উত্তরপূর্ব সীমান্ত রেল। তবে প্রাথমিক ভাবে হয়ত রাজধানীর গতিতেই ছুটতে পারে বন্দে ভারত। অর্থাৎ, ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগ। (PTI)
3/5এদিকে শীঘ্রই আরও একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। হাওড়া থেকে বারাণসী রুটে বন্দে ভারত ছোটানোর পরিকল্পনা চলছে। বিগত কয়েক বছর ধরেই হাওড়া-নয়াদিল্লি রুটে ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য পরিকাঠামো উন্নয়নের কাজ করছে রেল কর্তৃপক্ষ। ওই কাজ সম্পূর্ণ হলে বারাণসী ও হাওড়ার মধ্যে ঘণ্টায় সর্বাধিক ১৫০ কিলোমিটার বা তার চেয়েও বেশি গতিতে বন্দে ভারত এক্সপ্রেস ছুটতে পারবে বলে জানানো হচ্ছে রেল সূত্রে। (PTI)
4/5জানা গিয়েছে, হাওড়া ও বারাণসীর মধ্যকার ৭৫০ কিমি পথ পাড়ি দিতে বন্দে ভারতের সময় লাগবে মাত্র ৬ ঘণ্টা। প্রসঙ্গত, পরিকাঠামো নিয়ে প্রশ্নের মধ্যেই বাংলায় চালু হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত। তবে হাওড়া-বারাণসী রুটে বন্দে ভারত চালু হলে পর্যাপ্ত পরিকাঠামো থাকবে বলে জানা যাচ্ছে। বারাণসী থেকে মোগলসরাই, ধানবাদ হয়ে হাওড়া পর্যন্ত চলবে এই রুটের বন্দে ভারত। এদিকে রেলের আশা, হাওড়া-নিউ জলপাইগুড়ির মধ্যে রেলট্র্যাক সংস্কারের পর সেই সময়টা আরও কমিয়ে আনা যাবে। (PTI)
5/5আপাতত পশ্চিমবঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে সেই ট্রেন চলাচল করে। সপ্তাহে ছ'দিন (বুধবার বাদে) ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে। নিউ জলপাইগুড়িতে পৌঁছায় দুপুর ১ টা ২৫ মিনিটে। আবার ফিরতি পথে দুপুর ৩ টে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। যা হাওড়ায় পৌঁছায় রাত ১০ টা ৩৫ মিনিটে। অর্থাৎ সাত ঘণ্টা ৩০ মিনিট লাগে। তবে হাওড়া থেকে বারাণসী রুটে গন্তব্যে পৌঁছতে আরও কম সময় লাগবে বলে জানা গিয়েছে। (PTI)