No GST On Rice, Pulse: সম্প্রতি, জিএসটি কাউন্সিল তার ৪৭তম বৈঠকে বসে। তাতে ডাল, দানা শস্য, ময়দা ইত্যাদির মতো নির্দিষ্ট খাদ্যদ্রব্যের উপর জিএসটির পুনর্বিবেচনার সুপারিশ করা হয়। এই সম্পর্কে প্রচুর ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে। এই আবহে বিভ্রান্তি দূর করতে ময়দানে নেমেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজে।
1/5নির্মলা সীতারামন গতকাল এক টুইট করে জানান, ডাল, গম, রাই, ওটস, ভুট্টা, চাল, আটা, ময়দা, সুজি, রাওয়া, বেসন, মুড়ি এবং দই বা লস্যি যদি খোলা বিক্রি করা হয় সেক্ষেত্রে কোনও জিএসটি ধার্য করা হবে না এই পণ্যগুলির উপর।
2/5যখন জিএসটি চালু করা হয়েছিল, তখন ব্র্যান্ডেড দানা শস্য, ডাল, আটার উপর ৫% হারে জিএসটি লাগু হয়েছিল। পরবর্তীতে এটি সংশোধন করা হয়। তাতে কেবলমাত্র এমন আইটেমগুলিকেই অন্তর্ভুক্ত করা হয় যেগুলি রেজিস্টার্ড ব্র্যান্ড বা ব্র্যান্ডের অধীনে বিক্রি হচ্ছে। তবে এবার থেকে প্রি-প্যাকেজড সব খাদ্যপণ্যের উপরই জিএসটি ধার্য করা হবে।
3/5তবে সব প্যাকেটজাত খাদ্যপণ্যে জিএসটি ধার্য করা হবে না। ডাল, খাদ্যশস্য, চাল, গম, ময়দার মতো পণ্যের ২৫ কেজি বা ২৫ লিটারের বেশি পরিমাণের ‘প্রি-প্যাকেজ করা এবং লেবেলযুক্ত পণ্য’ জিএসটির আওতায় পড়বে না।
4/5উদাহরণস্বরূপ, ২৫ কেজি প্যাকেট থেকে উপভোক্তারা খুচরো পরিমাণে কিনলেও ৫ শতাংশ জিএসটি দিতে হবে। তবে ৩০ কেজির প্যাকে এই জাতীয় পণ্যের উপর জিএসটি থাকবে না।
5/5প্যাকেটজাত মধু, দই, লস্যি, বাটারমিল্ক, মাছ, মাংস, মাখনা, কর্নফ্লেক্সের দাম বাড়বে। এর আগে শুধুমাত্র ব্র্যান্ডেড ময়দা এবং চালে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হত। তবে এবার থেকে ব্র্যান্ডেড না হলেও প্যাকেটজাত এবং লেবেল সাঁটা ময়দা এবং চালের উপর জিএসটি ধার্য করা হবে। তার ফলে বাড়তে চলেছে প্যাকেটজাত এবং লেবেল সাঁটা ময়দা এবং চালের দাম।