মোবাইল ব্যবহারকারীদের সুবিধার জন্য কেওয়াইসি প্রক্... more
মোবাইল ব্যবহারকারীদের সুবিধার জন্য কেওয়াইসি প্রক্রিয়ার সরলীকরণের পথে হাঁটল কেন্দ্র। বুধবার এ বিষয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
1/5টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাদের জন্য বেশ কিছু পরিবর্তন আনল কেন্দ্র সরকার। একই সঙ্গে মোবাইল ব্যবহারকারীদের সুবিধার জন্য কেওয়াইসি প্রক্রিয়ার সরলীকরণের পথে হাঁটল কেন্দ্র। বুধবার এ বিষয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রতীকী ছবি : রয়টার্স (Sanjeev Verma/HT PHOTO)
2/5কেন্দ্রীয় ক্যাবিনেটের ছাড়পত্র পেয়েছে অ্যাপ ভিত্তিক 'সেলফ-কেওয়াইসি'। মন্ত্রিসভার ব্রিফিংয়ের সময়ে ঘোষিত বিবরণ অনুসারে, ই-কেওয়াইসি-র রেটও সংশোধন করে ১ টাকা করা হয়েছে।ফাইল ছবি : মিন্ট (Sanjeev Verma/HT PHOTO)
3/5প্রিপেড থেকে পোস্ট-পেড বা পোস্ট পেইড থেকে প্রি-পেইড স্থানান্তরের জন্য আর নতুন কেওয়াইসি লাগবে না বলে জানিয়েছে কেন্দ্র। ছবি : পিটিআই (Sanjeev Verma/HT PHOTO)
4/5কেন্দ্রের দাবি, কাস্টমার অ্যাকুইজিশন ফর্ম (সিএএফ) এতদিন কাগজের হতো। এবার তা ডিজিটাল করা হচ্ছে। টেলিকম সার্ভিস প্রোভাইডারদের বিভিন্ন গুদামে প্রায় ৩০০-৪০০ কোটি কাগজের সিএএফ জমিয়ে রাখার সমস্যা এবার দূর হবে। সিএএফ-এর গুদাম অডিটেরও আর প্রয়োজন হবে না। ছবি : হিন্দুস্তান টাইমস (Sanjeev Verma/HT PHOTO)
5/5এদিন টেলিকম সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের টেলিকম ব্যবস্থার নিয়মকানুন ঢেলে সাজাচ্ছে মোদী সরকার। ছবি : পিটিআই (Sanjeev Verma/HT PHOTO)