ভাড়াটেদের জন্য নয়া নীতি উত্তরপ্রদেশের যোগী সরকারের। ১০ হাজার টাকার বেশি ভাড়া হলেই স্ট্যাম্প শুল্কে ছাড় দেওয়ার হবে বলে জানানো হয়েছে।
1/6ভাড়ায় বসবাসকারীদের জন্য বড় স্বস্তি যোগী সরকারের। প্রতি মাসে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়ার ক্ষেত্রে বার্ষিক ২০০ টাকার স্ট্যাম্প শুল্ক মুকুব করা হবে। শীঘ্রই এই প্রস্তাব অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে মন্ত্রিসভা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (HT_PRINT)
2/6উত্তরপ্রদেশ আরবান প্রিমিসেস টেন্যান্সি রেগুলেশন অর্ডিন্যান্স ২০২১-এ, বাড়ি ভাড়া দেওয়া এবং নেওয়ার জন্য চুক্তি করা বাধ্যতামূলক করা হয়েছে। ফাইল ছবি; আইস্টকফটো (HT_PRINT)
3/6স্ট্যাম্পিংয়ের খরচ এড়াতে, বেশিরভাগ ব্যক্তিই চুক্তি না করেই ভাড়ায় বাড়ি নেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/6এই প্রবণতা দূরীকরণেই এই সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। ফাইল ছবি: এএনআই (HT_PRINT)
5/6উত্তরপ্রদেশে কাজের সূত্রে অনেকেই বিভিন্ন রাজ্য থেকে আসেন। বিশেষত শহরাঞ্চলে উত্তরপ্রদেশ এবং ভিনরাজ্য থেকে অনেকে আসেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
6/6শহরাঞ্চলে বাড়ি ভাড়া যথেষ্ট বেশি। সেক্ষেত্রে এই নিয়ম যথেষ্ট কার্যকর হতে পারে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT_PRINT)