আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলক করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন নেই। এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।
1/5আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন নেই। এমনই অ্যাডভাইজরি দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
2/5রেল, ঘরোয়া উড়ান এবং সড়কপথে পরিবহন - সকল ক্ষেত্রেই সেই নির্দেশিকা কার্যকর হবে কিনা, তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে বিশেষজ্ঞদের বক্তব্য, আইসিএমআরের নির্দেশিকায় সবধরনের মাধ্যমে আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রে বলা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5তবে আন্তর্জাতিক যাতায়াতের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে আইসিএমআর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5আইসিএমআরের তরফে জানানো হয়েছে, যে যাত্রীরা আন্তর্জাতিক যাত্রা করবেন, তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট দেশভিত্তিক নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছে আইসিএমআর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5ভারতীয় বিমানবন্দর বা বন্দরে যে আন্তর্জাতিক যাত্রীরা আসছেন, নির্দিষ্ট নির্দেশিকা মোতাবেক তাঁদের করোনা পরীক্ষা করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)