বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। লপ্তমী পড়েছে শুক্রবার। শনিবার পড়েছে অষ্টমী। নবমী হল রবিবার। আর দশমী হল সোমবার। তারইমধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
1/5 দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটার প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5 রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ১২টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। (ছবি সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
4/5 রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের দুটি জেলার (দার্জিলিং এবং কালিম্পং) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ'টি জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না। সেই তিনদিন উত্তরবঙ্গের ওই ছ'টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবি সৌজন্যে পিটিআই)