বাংলা নিউজ >
ছবিঘর > WB Rain and Winter Forecast: রবি থেকে বৃষ্টি শুরু, জগদ্ধাত্রী পুজোয় ভাসবে বাংলা? অবশেষে শীত-শীত লাগবে এবার?
WB Rain and Winter Forecast: রবি থেকে বৃষ্টি শুরু, জগদ্ধাত্রী পুজোয় ভাসবে বাংলা? অবশেষে শীত-শীত লাগবে এবার? Updated: 06 Nov 2024, 06:36 PM IST Ayan Das বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। লপ্তমী পড়েছে শুক্রবার। শনিবার পড়েছে অষ্টমী। নবমী হল রবিবার। আর দশমী হল সোমবার। তারইমধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন। 1/5 দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটার প্রত্যক্ষ কোনও প্রভাব পড়বে না। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবি সৌজন্যে পিটিআই) 2/5 উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। অর্থাৎ ওই তিনদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও ওই তিনদিন বৃষ্টির কোনও পূর্বাভাস জারি করা হয়নি। (ছবি সৌজন্যে পিটিআই) 3/5 রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ১২টি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। (ছবি সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস) 4/5 রবিবার, সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের দুটি জেলার (দার্জিলিং এবং কালিম্পং) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ'টি জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না। সেই তিনদিন উত্তরবঙ্গের ওই ছ'টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবি সৌজন্যে পিটিআই) 5/5 এবার কি শীত-শীত অনুভূত হবে? আপাতত সেরকম কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস)