আগামী বছর থেকেই কার্যকর হবে নয়া আইন। কিন্তু অল্পবয়সি বলতে কী বোঝানো হচ্ছে?
1/6লক্ষ্য ধূমপানমুক্ত ভবিষ্যত প্রজন্ম। সেই উদ্দেশ্যে অল্পবয়সিদের সিগারেট কেনার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করল এক দেশ। কোন দেশ জানেন? ছবি : ইনস্টাগ্রাম (REUTERS)
2/6নিউজিল্যান্ডের আইনপ্রণেতারা এই পরিকল্পনা করেছেন। আগামী বছর থেকেই কার্যকর হবে নয়া আইন। কিন্তু অল্পবয়সি বলতে কী বোঝানো হচ্ছে? (প্রতীকী ছবি : রয়টার্স) (REUTERS)
3/6যাদের বয়স ১৪ বছরের কম, তারা আর কোনওদিন সিগারেট কিনতে পারবেন না। এর ফলে আগামী প্রজন্মের প্রত্যেকের জন্যই সারাজীবনের মতো সিগারেট কেনা বেআইনি হয়ে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (REUTERS)
4/6বর্তমানে, নিউজিল্যান্ড ১৮ বছরের কম বয়সীদের তামাক বিক্রি নিষিদ্ধ। ২০২৭ সাল থেকে, বয়সের নিষেধাজ্ঞা বার্ষিক এক বছর বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
5/6নিউজিল্যান্ডের স্বাস্থ্যের সহযোগী মন্ত্রী আয়েশা ভেরাল বলেন, 'অল্পবয়সিরা যাতে কখনই ধূমপান শুরু না করে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ' ছবি : পিটিআই (REUTERS)
6/6নিউজিল্যান্ড সরকারের মতে, গত এক দশকে ধূমপানের হার কমেছে। বর্তমানে ১৫ বছরের বেশি বয়সী মোট ১১.৬% নাগরিক ধূমপান করেন। এক দশক আগেই এটি ১৮% ছিল। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)