North Bengal Trains Cancelled: গরম পড়তেই পাহাড়মুখী হন দক্ষিণবঙ্গবাসী। এই আবহে আগাম টিকিট কেটে রাখেন অনেকেই। তবে ভ্রমণ পিপাসুদের কপালে হাত। কারণ ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন। হাওড়া-বর্ধমান রুটে থার্ড লাইনের কমিশনিংয়ের জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম এবং মগরা স্টেশনে। এই কারণে গত ২১ মে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। একনজরে দেখে নিন তালিকা:
1/4২৮ থেকে ৩১ মে পর্যন্ত মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ও হাওড়া-মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। ২৭ থেকে ৩১ মে পর্যন্ত বাতিল হাওড়া-রাধীকাপুর কুলিক এক্সপ্রেস, রাধীকাপুর কুলিক-হাওড়া এক্সপ্রেস। ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বাতিল হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস, বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস। ২৭ থেকে ৩০ মে বাতিল থাকবে শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা-তোর্সা এক্সপ্রেস।
2/4২৭ থেকে ৩০ মে বাতিল হচ্ছে কলকাতা-রাধীকাপুর এক্সপ্রেস এবং রাধীকাপুর-কলকাতা এক্সপ্রেস। ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস বাতিল থাকবে ২৭ ও ২৮ মে। হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ থেকে ৩০ মে। শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ থেকে ২৮ মে।
3/4কামাখ্যা-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ ও ২৮ মে। হাওড়া-কাটিহার এক্সপ্রেস বাতিল থাকবে ২৭ থেকে ৩০ মে। ২৭ এবং ২৮ মে বাতিল থাকবে কলকাতা-যোগবাণী এক্সপ্রেস। শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস, মালদা টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস বাতিল থাকবে ২৬ থেকে ৩০ মে। শি য়ালদহ-কামাখ্যা সামার স্পেশাল পবাতিল হবে ২৭ এবং ২৮ মে।
4/4নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল বাতিল হবে ২৭ মে। ২৮ এবং ২৯ মে বাতিল থাকবে গুয়াহাটি-কলকাতা স্পেশাল। নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশালের চাকা গড়াবে না ২৬ এবং ২৭ মে। তাছাড়া আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, বিশ্বভারতী প্যাসেঞ্জার, ময়ূরাক্ষী এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, প্রথম স্বাধীন সংগ্রাম এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেসও বাতিল হচ্ছে এই দিনগুলিতে।