কয়েকদিন আগেই হনুমান জয়ন্তীতে হিংসার আগুনে পুড়েছিল দিল্লির জাহাঙ্গীরপুরী। সেখানে এবার বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চালাল উত্তর দিল্লি পুর নিগম। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ঠেলা থেকে বস্তি, একের পর এক সব ভাঙা হল। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
1/5বেআইনি নির্মাণকারীদের হঠাতে দিল্লির জাহাঙ্গীরপুরীতে উচ্ছেদ অভিযান চালাল উত্তর দিল্লি পুরনিগম। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই জাহাঙ্গীরপুরীতেই হনুমান জয়ন্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল। এই আবহে এই উচ্ছেদ অভিযান নিয়ে উত্তেজনা ছিল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই আগে থেকে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল সেখানে। (ছবি - এএনআই)
2/5একদিন আগেই দিল্লি বিজেপির সভাপতি আদেশ গুপ্তা ‘বেআইনি দখলদার’দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছিলেন। এরপরই বিজেপি পরিচালিত উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছিল যে বুধবার একটি যৌথ উচ্ছেদ অভিযান চালাবেন তারা। (ছবি - এএনআই)
3/5উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র রাজা ইকবাল সিং বলেন, ‘দিল্লি জুড়ে উচ্ছেদ বিরোধী অভিযান চলবে। এর আগেও আমরা এই ধরনের অভিযানের জন্য নিরাপত্তার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কিছু কারণে সেই ব্যবস্থা নেওয়া হয়নি।’ (ছবি - এএনআই)
4/5স্পেশাল সিপি দীপেন্দ্র পাঠক দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকার পরিস্থিতির পর্যালোচনা করেন নিজে। এরপর তিনি বলেন, ‘আমরাউত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে উচ্ছেদ অভিযানের জন্য নিরাপত্তা প্রদান করব। পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।’ (ছবি - এএনআই)
5/5বুলডোজারের স্টিয়ারিং হুইলের সামনে বসে থাকা চালক সংবাদমাধ্যমকে এই অভিযান প্রসঙ্গে বলেন, ‘রাস্তার ওপর গড়ে ওঠা সব বস্তি ও দোকানপাট উচ্ছেদ করা হবে।’ (ছবি - এএনআই)