রিয়েল লাইফ ‘মিসেস চ্যাটার্জি’ সাগরিকার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তাঁর সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করেন না, সেই কারণেই সাগরিকার সন্তান দেখভালো আপত্তি তুলেছিল নরওয়ে সরকার। অভিযোগ ছিল, সাগরিকা নিজের হাতে করে সন্তানদের যে খাইয়ে দেন, নিজের দুধের শিশুদেন নিয়ে শুতেন এক বিছানায়, তাতে আপত্তি ছিল নরওয়ের প্রশাসনের।
1/5ফিল্মের কাহিনির বহু আগে বাস্তবের মাটিতে ঘটনাটি ঘটেছিল। কথা হচ্ছে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ফিল্মটি নিয়ে। যে ঘটনা অবলম্বনে ফিল্মের স্ক্রিপ্ট লেখা হয়েছে, তা বাস্তব জীবনে সাগরিকা চট্টোপাধ্যায় ও অনুরূপ ভট্টাচার্যের বাস্তব অভিজ্ঞতা। তাঁদের কাহিনি প্রথম এক বাংলা সংবাদমাধ্যম থেকে প্রকাশ্যে আসে। পর তা জাতীয় ইস্যু হয়ে দাঁড়ায়। সেই ঘটনা পরম্পরাকে কেন্দ্র করে এবার রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ফিল্মটি নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন নরওয়ের রাষ্ট্রদূত।
2/5নরওয়ের রাষ্ট্রদূত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ফিল্মটি নিয়ে আপত্তি তুলেছেন। এক টুইটে তিনি জানিয়েছেন, তাঁর মতামত তিনি ভারতৈের এক নামী সংবাদমাধ্যমের ‘ওপএড’ পেজে তুলে ধরেছেন। টুইটে তাঁর দাবি, ‘ছবিটিতে একেবারে ভুল তথ্য দেওয়া হয়েছে নরওয়ের পারিবারিক ধ্যান ধারণা নিয়ে।’
3/5নরওয়ের রাষ্ট্রদূত বলছেন, ‘বিভিন্ন সংস্কৃতির জন্য আমাদের যে সম্মান রয়েছে তা নষ্ট হয়েছে।’ তিনি জানান, ‘শিশুর সুরক্ষা একটি বড় দায়িত্বের বিষয়, সেটি কখনওই লাভ বা পেমেন্ট দিয়ে বোঝানো যায় না।’ (ছবি-ইনস্টাগ্রাম)
4/5প্রসঙ্গত, রিয়েল লাইফ ‘মিসেস চ্যাটার্জি’ সাগরিকার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তাঁর সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করেন না, সেই কারণেই সাগরিকার সন্তান দেখভালো আপত্তি তুলেছিল নরওয়ে সরকার। অভিযোগ ছিল, সাগরিকা নিজের হাতে করে সন্তানদের যে খাইয়ে দেন, নিজের দুধের শিশুদেন নিয়ে শুতেন এক বিছানায়, তাতে আপত্তি ছিল নরওয়ের প্রশাসনের।
5/5নরওয়ের রাষ্ট্রদূতের বক্তব্য ‘আমি এই তথ্য মানতে পারছি না। মা তাঁর সন্তানকে হাত দিয়ে খাওয়াবেন কিংবা এক বিছানায় শোবেন বলে সন্তানকে মায়ের কাছ ছাড়া করবে একটা দেশ, এটা কোথায় হয়?’ নরওয়ের রাষ্ট্রদূত বলছেন, ’আমার ভাবতেও খারাপ লাগছে যে আমার ভারতীয় বন্ধুরা ভাববে, নরওয়ের বাসিন্দারা কঠোর, যাঁদের হৃদয় নেই। যদিও সত্য মোটেও তেমন নয়।'