India vs South Africa, T20 World Cup 2024 Final: শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ৬টি অধ্যায় একসঙ্গে শেষ হতে পারে।
1/7 ভারত এবারের টি-২০ বিশ্বকাপ জিতুক বা না জিতুক, হেড কোচের পদ থেকে রাহুল দ্রাবিড় যে সরে যাচ্ছেন, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিসিসিআইয়ের প্রথম দফার চুক্তি শেষ হয়। বিশ্বকাপের ফাইনালে রোহিতরা হেরে গেলেও বিসিসিআই চুক্তি নবীকরণ করে দ্রাবিড়ের সঙ্গে। তাঁকে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের শেষ পর্যন্ত ভারতের হেড কোচের পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। সুতরাং, শনিবার ব্রিজটাউনে ভারত টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলে ওঠার পরেই ভারতের কোচ হিসেবে প্রাক্তন হয়ে যাবেন দ্রাবিড়। ছবি- বিসিসিআই।
2/7 দ্রাবিড় নিজেই জানিয়েছেন, তিনি নতুন করে দায়িত্ব নেবেন না। বিসিসিআই নতুন কোচ নিয়োগের কাজ শুরু করে দিয়েছে। বিশ্বকাপের পরেই নতুন কোচের নামও ঘোষণা করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুতরাং, টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দ্রাবিড়ের জমানা শেষ হচ্ছে শনিবারই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালেই শেষবার দ্রাবিড়ের কোচিংয়ে মাঠে নামছে টিম ইন্ডিয়া। ছবি- এএনআই।
3/7 তবে একা রাহুল দ্রাবিড় নন, শনিবার একসঙ্গে শেষ হতে পারে ভারতীয় ক্রিকেটের ৬টি অধ্যায়। অর্থাৎ, একসঙ্গে ৬ জনের কেরিয়ারের একটা অধ্যায় শেষ হতে পারে টি-২০ বিশ্বকাপ ফাইনালের পরেই। যাঁদের মধ্যে রয়েছেন দুই তারকা ক্রিকেটার। দ্রাবিড় ছাড়াও টিম ইন্ডিয়ার তিন সহকারী কোচের মেয়াদও শেষ হচ্ছে শনিবারই। বোর্ড তাঁদের সঙ্গে চুক্তি নবীকরণ না করলে বিদায় নিতে হবে টিম ইন্ডিয়ার বর্তমান ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচকে। ছবি- এএনআই।
4/7 ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে ও ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হচ্ছে টি-২০ বিশ্বকাপের পরেই। গতবছর দ্রাবিড়ের সঙ্গে তাঁর পুরো কোচিং স্টাফের দলটাকেই ধরে রেখেছিল বোর্ড। তবে নতুন হেড কোচের হাতে দায়িত্ব উঠলে তিনি যে নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফের দল নিয়ে আসবেন, সেটা একপ্রকার নিশ্চিত। সুতরাং, টিম ইন্ডিয়ার তিন সহকারী কোচও প্রাক্তন হয়ে যেতে পারেন বিশ্বকাপ ফাইনালের পরেই। ছবি- এএনআই।
5/7 উল্লেখযোগ্য বিষয় হল, শুধু কোচিং স্টাফ নয়, বরং ভারতের দুই সিনিয়র ক্রিকেটারের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার শেষ হতে পারে টি-২০ বিশ্বকাপের পরেই। ভারত যদি টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়, তবে ট্রফি হাতে তোলার পরেই আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে দাঁড়ি টানতে পারেন রোহিত শর্মা। পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন ক্যাপ্টেনের অধীনে দল প্রস্তুত করার কথা নিশ্চিতভাবেই বিসিসিআইয়ের মাথায় রয়েছে। সেক্ষেত্রে হার্দিক পাকাপাকিভাবে টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন হয়ে যেতে পারেন। রোহিত চালিয়ে যেতে পারেন টেস্ট ও ওয়ান ডে ক্রিকেট। ছবি- এএনআই।
6/7 অন্যদিকে বিরাট কোহলির এবারের টি-২০ বিশ্বকাপ খেলা নিয়েই দেখা দিয়েছিল সংশয়। আইপিএলের দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে তিনি যাবতীয় সংশয় দূর করেন এবং বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে পড়েন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট চলতি বিশ্বকাপে ওপেনার কোহলির উপরে ধারাবাহিকভাবে আস্থা রেখে চলেছে। তবে আস্থার মর্যাদা দিতে পারেননি বিরাট। তিনি ধারাবাহিকভাবে ব্যর্থ টুর্নামেন্টে। ফাইনালে ব্যাট হাতে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ালেও বিশ্বকাপের পরে আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার দীর্ঘায়িত করা কঠিন বিরাটের পক্ষে। পিছন থেকে যশস্বী জসওয়াল, শুভমন গিল, অভিষেক শর্মারা যেভাবে চাপ তৈরি করছেন, তাতে বিশ্বকাপের পরেই শেষ হতে পারে কোহলির আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার। ছবি- এএনআই।
7/7 সুতরাং, টি-২০ বিশ্বকাপের পরে রোহিত ও কোহলির আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার শেষ হতে পারে। দ্রাবিড়ের সঙ্গে ভারতের কোচ হিসেবে অভিযান শেষ হতে পারে বিক্রম রাঠোর, পরশ মামব্রে ও টি দিলীপের। এখন দেখার যে, ট্রফি দিয়ে নিজেদের যাত্রা শেষ করতে পারেন কিনা দ্রাবিড়রা। ছবি- এএনআই।