সুস্মিতা সেন আর ললিত মোদীর সম্পর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি করে সোশ্যাল মিডিয়া। তবে শুধু তিনি নন, বহু অভিনেত্রীকে নিয়েই হয়েছে একই কাণ্ড!
1/6আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত তথা পলাতক ললিত মোদীর প্রেম হাবুডুবু খাচ্ছেন সুস্মিতা সেন! দুর্নীতির দায়ে বহিষ্কৃত ক্রিকেটকর্তার সঙ্গে বঙ্গতনয়ার অন্তরঙ্গ ছবি দেখে কার্যত স্তম্ভিত হয়েছিল নেটপাড়া দিন পনেরো আগে! এখনও ইতিউতি কথা চলছেই। তবে জানেন কি, একা সুস্মিতা নন। বিজনেস টাইকুনদের সঙ্গে প্রেম করায় বলিউডের আরও অনেক নায়িকাকেই বলা হয়েছে ‘অর্থলোভী’।
2/6রাজ কুন্দ্রার দ্বিতীয় স্ত্রী শিল্পা। রাজের প্রথম স্ত্রী অভিযোগ এনেছিলেন টাকার জন্য তাঁর স্বামীকে ‘ফুসলেছিলেন’ শিল্পা। গত বছর যখন পর্ন ছবি তৈরির অভিযোগ ওঠে রাজের নামে, তখনও নেট-নাগরিকদের নিশানায় আসেন শিল্পা। রিপোর্ট বলছে রাজ আর শিল্পার মোট সম্পত্তির পরিমান ১৩৪ কোটি।
3/6মেহতা গ্রুপের মালিক জয় মেহতাকে ১৯৯৫ সালে বিয়ে করেন জুহি। অনেকেই মনে করেন এই বিয়ে শুধুই নাকি সম্পত্তির কারণে। অনেকে দু'জনের বয়সের ফারাক নিয়েও প্রশ্ন তোলেন। জয় আর জুহির মোট সম্পত্তির পরিমাণ ২৫৪ কোটি।
4/6‘গজনি’ অভিনেত্রী আসিন বিয়ে করেন মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা ২০১৬ সালে। ২০১৭ সালে মেয়ের মা হন অভিনেত্রী। তারপর থেকে আর বিনোদনের দুনিয়ায় সেভাবে দেখা মেলেনি তাঁর। এই দু'জনের মোট সম্পত্তির পরিমাণ ১৪৬০ কোটি।
5/6একসময় চুটিয়ে বড় পরদা আর ছোট পরদায় কাজ করেছেন সানা খান চুটিয়ে। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সইদকে বিয়ে করেন সানা। ঠিক তার কিছু মাস আগেই নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সানা জানিয়েছিলেন শোবিজের জগত থেকে তিনি এবার বিদায় নেবেন। কারণ হিসেবে দেখিয়েছিলেন ইসলামকে। যদিও নেট-নাগরিকদের ধারণা নিজের কেরিয়ার যে বেশিদূর গড়াবে না তিনি নিশ্চিত ছিলেন। তাই তো ভালো অর্থযুক্ত স্বামীকে বিয়ে করে ‘নাটক’ করছেন।
6/6মালাইকা আরোরার বোন অমৃতা আরোরা কখনোই সেভাবে বলিউডে নিজের জায়গা তৈরি করতে পারেননি। তাই তিনি যখন বিজনেসম্যান প্রেমিক শাকিল লাদাখকে বিয়ে করেন তখন অনেক বিতর্ক হয়েছিল। আসলে শাকিল ছিলেন অমৃতার তখনের প্রিয় বান্ধবী নিশা রানার স্বামী। অনেকেই বলেছিলেন টাকার লোভে নিজের বন্ধুর বরকে হাতিয়ে নিয়েছিলেন তিনি।