Cannes Film Festival 2023: এবারের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন ভারতের বহু চলচ্চিত্র তারকাই। তাঁদের পাশাপাশি বহু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও হাজির হলেন এবারের উৎসবে।
1/10কুশা কপিলা এখন ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় কননেন্ট নির্মাতাদের একজন। ছোট এবং মজার ভিডিয়ো তৈরির জন্য তিনি পরিচিত। সম্প্রতি কালো অফ-শোল্ডার গাউন পরে কানের রেড কার্পেটে হাঁটলেন তিনি। তাঁর এই পোশাকও বিরাট জনপ্রিয় হল।
2/10কুশা কপিলা কান থেকে ছবি শেয়ার করেছেন, এবং তাঁর ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'old world glamour' লুক নেওয়ার চেষ্টা করেছেন তিনি। তিনি বলেন, ‘কানে এটিই আমার প্রথম রেড কার্পেটে হাঁটা আর সিনেমা দেখা।’
3/10মঙ্গলবার, কুশা কপিলা দ্বিতীয়বার কানের রেড কার্পেটে হাঁটেন। তিনি একটি সিনেমার প্রিমিয়ারের জন্য একটি কালো টপের সঙ্গে একটি সিলভার গাউন পরেছিলেন। ক্যাপশনে লেখেন, ‘চোখের সামনে টম হ্যাংকস আর স্কারলেট জোহানসনকে দেখতে পেলাম।’
4/10নীহারিকা এনএম তাঁর মজার এবং ছোট ছোট ভিডিয়োগুলির জন্য পরিচিত। তিনি একটি দারুণ লাল গাউনে কানের রেড কার্পেটে হেঁটেছেন। তাঁর এই পোশাকও সকলের নজর কেড়েছে।
5/10নীহারিকা ফিল্ম কম্প্যানিয়নকে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর রেড কার্পেটের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। বলেছেন, ‘এক সময় বুঝতেই পারছিলাম না, কোনটা রেড কার্পেট। কারণ আমি নিজেও লাল পোশাক পরেছিলাম৷ আমার মনে হচ্ছিল, অনেকেই আমার পোশাকের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন।
6/10মাসুম মিনাওয়ালা একজন বিখ্যাত ফ্যাশন এবং লাইফস্টাইল ব্লগার। তিনিও কানের এবারের রেড কার্পেটে তিনবার হাঁটলেন। তাঁর সোনালি পোষাক, বড় সাদা হাতা দিয়ে তৈরি কালো গাউন সকলের নজর কেড়েছে। গত বছর প্রথম বার মা হয়েছেন তিনি। জানিয়েছেন, চেহারার যত্ন নিচ্ছেন।
7/10অনবদ্য পোশাকে রেড কার্পেটে হাঁটা ছাড়াও, মাসুম মিনাওয়ালা কানে বিভিন্ন চেহারায় ফটোশ্যুটও করেছেন। এর মধ্যে সবুজ এবং সোনালি রঙের পোশাকটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
8/10ডলি সিং এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় একজন কনটেন্ট নির্মাতা। তাঁর হাস্যরসাত্মক, অদ্ভুত এবং মজার ভিডিয়োগুলি খুবই জনপ্রিয় হয়েছে। তিনি রেড কার্পেটে হাঁটার আগে কিছু ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখানে লেখেন, ‘আমি পুরানো বলিউডের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। যখন আবু জানি সন্দীপ খোসলা (AJSK)-র থেকে এই পোশাকটি দেখলাম, আমি টের পেয়েছিলাম, এটাই পরতে চাই। আমি বিশ্বাস করতে পারছি না যে, আইকনিক AJSK পরার সুযোগ পেয়েছি।’
9/10ডলি সিং রেড কার্পেটের পোশাক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি এই নিয়ে দ্বিতীয়বার রেড কার্পেটে হাঁটলেন। তাঁর পোশাকও নজর কেড়েছে সকলের।
10/10রাহি চাড্ডা এই মুহূর্তে পুরুষদের ফ্যাশনের অন্যতম নামজাদা ডিজিটাল কনটেন্ট নির্মাতা। কানের রেড কার্পেটে হাঁঠলেন তিনিও। তাঁর লাল প্যান্টসুট পোশাক সকেলর নজর কাড়ল। তিনি একটি নেকলেসও পরেছিলেন এর সঙ্গে।