1/5দিদি নম্বর ১-র সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি এখন ঘরে ঘরে। বড় পরদায় অভিনয় করে যতটা খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী, তার থেকে কিছু কম পাননি ছোট পরদার এই গেম শো-তে। বরং, এখন তিনি পৌঁছে গিয়েছেন দর্শকদের অন্দরমহলে। তবে জানেন কি, ‘দিদি নম্বর ১’-এর একদম প্রথম সিজন সঞ্চালনার দায়িত্ব মোটেও তার উপরে ছিল না। বরং ছিলেন টলিউডের আরেক নামজাদা অভিনেত্রী।
2/5একথা জানলে হয়তো অনেকেই অবাক হবেন গেম শোয়ের প্রথম সঞ্চালিকা রচনা নন। বরং সেই দায়িত্ব ছিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। তাঁর হাত ধরেই দিদি নাম্বার ওয়ানের যাত্রা শুরু হয়েছিল।
3/5মাত্র একটি সিজন সঞ্চালনা করেই সরে এসেছিলেন পুষ্পিতা পারিবারিক সমস্যার কারণে। মায়ের ক্যানসারের লাস্ট স্টেজের কারণে পরিবারকে সময় দেওয়ার দরকার হয়ে পড়েছিল। এরপরে শো-তে প্রতিযোগী হিসেবে তাঁকে দেখা গেলেও, সঞ্চালনার জায়গা নিতে পারেননি কখনোই।
4/5রচনা বহুবার নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন, দিদি নম্বর ১ তাঁর কেরিয়ারে যে মাত্রা যোগ করেছে তা আগে তিনি কখনও পাননি। আসলে জি বাংলার এই গেম শো-র সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে গিয়েছে অভিনেত্রীর নাম। বাংলা টিভির ‘দিদি’ তিনিই!
5/5কয়েকটি সিজনে জুন মালিয়া এবং দেবশ্রী রায়-এর মতো অভিনেত্রীদের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তাঁদের কেউ রচনার ধারেকাছে পৌঁছতে পারেননি। গত বছর অভিনেত্রীর বাবা মারা গেলে কয়েকটা এপিসোড সঞ্চালনা করেছিলেন সুদীপা চট্টোপাধ্যায়।