India Industrial Output: ২০২১ সালের নভেম্বরের তুলন... more
India Industrial Output: ২০২১ সালের নভেম্বরের তুলনায়, ২০২২ সালের একই মাসে প্রায় ৭.১% শিল্প উত্পাদন বেড়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্যেই এটি উঠে এসেছে। তার আগের মাসে, অক্টোবরে শিল্প উত্পাদন প্রায় ৪% সংকুচিত হয়েছিল। ফলে এতটা আশাবাদী ছিলেন না অর্থনৈতিক বিশ্লেষকরা।
1/5সময়ের সঙ্গে কি ভারতীয় শিল্পক্ষেত্র চাঙ্গা হচ্ছে? পরিসংখ্যান অন্তত তাই বলছে। বিশ্বজুড়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মাঝেও ভারতের নভেম্বরের রিপোর্ট কার্ড কিন্তু ভালই। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (SPS Group)
2/5২০২১ সালের নভেম্বরের তুলনায়, ২০২২ সালের একই মাসে প্রায় ৭.১% শিল্প উত্পাদন বেড়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের তথ্যেই এটি উঠে এসেছে। তার আগের মাসে, অক্টোবরে শিল্প উত্পাদন প্রায় ৪% সংকুচিত হয়েছিল। প্রতীকী ছবি: রয়টার্স (SPS Group)
3/5এর সেই কারণেই এতটা আশাবাদী ছিলেন না অর্থনৈতিক বিশ্লেষকরা। তাঁরা আন্দাজ করেছিলেন, নভেম্বরে ২.৬% বৃদ্ধি হতে পারে। কিন্তু বাস্তব সেই সমস্ত পূর্বাভাসই টপকে গিয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স (SPS Group)
4/5মুদ্রাস্ফীতি নিয়ে পরপর বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার অংশ হিসাবে পলিসি রেট বাড়িয়ে ৬.২৫% করা হয়েছে। তবে এরই মধ্যে গ্রামীণ ব্যায়ের ক্ষেত্রে সংকোচন হয়েছে। ঋণের সুদ বাড়ার কারণে উত্পাদনের বিনিয়োগেও প্রভাব পড়েছে। সেটি না হলে আরও দারুণ পরিসংখ্যান আসতে পারত। ফাইল ছবি: SPS (SPS Group)
5/5তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাতেও কিছুটা সাফল্য মিলেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে খুচরা মূল্যবৃদ্ধি গত ১২ মাসের সর্বনিম্নে(৫.৭%) নেমে এসেছে। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে এটি সর্বনিম্ন মাসিক মুদ্রাস্ফীতির হার। প্রতীকী ছবি: রয়টার্স (SPS Group)