ISI: সন্ত্রাসের ছকে মহিলা ও শিশুদের ব্যবহার পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের, উঠে আসছে নয়া ট্রেন্ড! বলছে রিপোর্ট
Updated: 14 Jun 2023, 08:07 PM ISTভারতীয় সেনার চিনার কর্পসের অফিসার লেফ্টন্যান্ট জেনারেল অমরদীপ সিং অউজলা বলছেন, কাশ্মীর সীমান্তের ওপারে এমন কিছু গোপন প্ল্যানিং চলছে, যা কাশ্মীরের শান্তিকে ভঙ্গ করার লক্ষ্য নিয়ে হচ্ছে। তিনি বলছেন, সন্ত্রাসী চক্রে এবার মহিলা, নাবালিকা, শিশুদের ব্যবহার করা হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি