লক্ষ্যে অবিচল, বুদ্ধিদীপ্ত, অনুপ্রাণিত এবং কিউট.. নিজের জন্য এই বিশেষণ গুলিই বেছে নিলেন নুসরত জাহান।
1/6নিখিল জৈনের সঙ্গে নুসরতের সুখের সংসার ভাঙনের খবর জাতীয় মিডিয়াতেও সংবাদ শিরোনামে। তবে সেই সব ভুলে কাজে মগ্ন নুসরত। নিজেকে নানানভাবে ব্যস্ত রাখছেন। সোশ্যাল মিডিয়াতেও ভীষণরকমভাবে অ্যাক্টিভ নায়িকা।
2/6সম্প্রতি ইনস্টাগ্রামে রেড হট অবতারে ধরা দিলেন নুসরত। তাঁকে পাওয়াল গেল ডিপ নেক-লাইনের টপ ও প্যান্টে। সাইড পার্ট করে বাঁধা চুল, কানে ঝুলছে লম্বা দুল…(ছবি-ইনস্টাগ্রাম)
3/6ছবির ক্যাপশনে নিজের জন্য একগুচ্ছ বিশেষণ ব্যবহার করলেন নুসরত। লক্ষ্যে অবিচল, বুদ্ধিদীপ্ত, অনুপ্রাণিত এবং কিউট..এইভাবেই নিজেকে মেলে ধরতে চান নায়িকা।
4/6তবে শুধু কিউট নন, নুসরতের বোল্ড অবতার সর্বদাই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে।
5/6ডিপ-নেক পোশাকে নুসরতের এই হট অবতার নিঃসন্দেহে পুরুষ হৃদয়ের ধুকপুকানি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
6/6নিখিল আপতত রয়েছে হিমাচলে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তাও ধেয়ে আসছে দু-তরফ থেকেই। তবে সরাসরি নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে চাইছেন না নুসরত-নিখিল। (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.