পার্টির অন্দর থেকে নাইসার একাধিক ছবি নেটদুনিয়ায় ভাইরাল। দেখুন-
1/7অভিনেতা অজয় দেবগণ ও কাজল কন্যা নাইসা দেবগণ। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় তিনি। বন্ধুদের সঙ্গে প্রায়শই বিদেশে ছুটি কাটাতে এবং আড্ডা দিতে দেখা যায় তাঁকে। পার্টি থেকে তাঁর অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গ্ল্যামারাস এবং সাহসী লুকে নাইসার বেশ কয়েকটি নতুন ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/7নাইসার বন্ধু ওরহান আওয়াত্রামনিদের সঙ্গে ফের পার্টি করতে দেখা গিয়েছে। সেই একাধিক ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একাধিক বন্ধুর সঙ্গে ক্লাবে পার্টি করেছেন তিনি।
3/7পার্টির ছবিতে ডিপ নেক কালো পোশাকে বোল্ড লুকে ধরা দিয়েছেন কাজল কন্যা। কিছু দিন আগে, নাইসা স্পেনে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিলেন।
4/7নাইসা বর্তমানে সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি নিয়ে পড়াশোনা করছেন। তাঁর পায়ের তলায় যেন সর্ষে! আজ মুম্বই তো কাল ইউরোপ ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে।
5/7এক সাক্ষাত্কারে অজয় দেবগণ জানিয়েছিলেন, বলিউডে কেরিয়ার গড়ার ক্ষেত্রে এখনও তেমন আগ্রহ দেখাননি নাইসা। কিছু দিন আগে মনীশ মালহোত্রার ফ্যাশন শোতে মডেল হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।