একটা দলের পরিসংখ্যান ৬৩ শতাংশ। অপর দলের ৪৩ শতাংশ। সেই পরিসংখ্যানের জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া হল নিউজিল্যান্ড। জেনে নিন বিষয়টা -
1/6৬৩% ও ৪৩% - স্রেফ এই পরিসংখ্যানেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া নিউজিল্যান্ডের। (ছবি সৌজন্য পিটিআই)
2/6শুরুটা মন্দ করেনি নিউজিল্যান্ড। কিন্তু তারপরই থমকে যায় নিউজিল্যান্ড। এত ডট বল হচ্ছিল যে প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৫৭ তোলে নিউজিল্যান্ড। (ছবি সৌজন্য এএনআই)
3/6সেখানে প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৮২ রান তোলে অস্ট্রেলিয়া। (ছবি সৌজন্য পিটিআই)
4/6পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ১০ ওভারে ৪৩ শতাংশ আক্রমণাত্মক শট মেরেছে নিউজিল্যান্ড।(ছবি সৌজন্য এএনআই)
6/6বিশেষজ্ঞদের মতে, সেই আক্রমণাত্মক মানসিকতার অভাবের জন্যই হেরেছে নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারে বাড়তি সতর্কতা অবলম্বন করে খেলেন কিউয়িরা। সেখানে অজিদের কাছে একেবারে স্পষ্ট ধারণা ছিল যে তাঁরা কী করতে চাইছেন। (ছবি সৌজন্য পিটিআই)