এই ট্রফিটা এতদিন অস্ট্রেলিয়ার ক্যাবিনেটে ঢোকেনি। রবিবার দুবাইয়ে সেই অপেক্ষার অবসান হল। নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। একনজরে দেখে নিন, বিশ্বকাপ ফাইনালের সেরা মুহূর্তগুলি -
1/11টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। (ছবি সৌজন্য টুইটার @T20WorldCup)
2/11আউট হয়ে গেলেন সেমিফাইনালের নায়ক ড্যারিল মিচেল। আট বলে করলেন ১১ রান। জস হেজেলউডের ঢিমে গতির বল মিচেলের ব্যাটের কোণা ছুঁয়ে বেরিয়ে যায়। ঢিমেগতির বল হলেও অজি কিপার ম্যাথু ওয়েডের হাতে বল পৌঁছে যায়। (ছবি সৌজন্য টুইটার @T20WorldCup)
3/11গ্লেন ম্যাক্সওয়েলকে পরপর দু'বলে দুটি ছক্কা মেরে অর্ধশতরান করলেন কেন উইলিয়ামসন। ৩২ বলে ৫০ রান পূরণ করেন। প্রথম ছক্কা তো একহাতে ডিপ মিড-উইকেটের উপর ছক্কা মারেন। (ছবি সৌজন্য, টুইটার @BLACKCAPS)
4/11বিধ্বংসী কেন উইলিয়ামসন। ১৬ ওভারে ২২ রান নিলেন। মিচেল স্টার্কের চারটি রান এবং একটি ছক্কা মারেন। সেই ওভারই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সবথেকে দামী ওভার। (ছবি সৌজন্য টুইটার @T20WorldCup)
5/11এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই ফর্মে ছিলেন না। স্ট্রাইক রেট তো ১০০-র নীচে ছিল। সেই অবস্থায় ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ বলে ৮৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যুগ্মভাবে সর্বোচ্চ রান। (ছবি সৌজন্য পিটিআই)
6/11নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭২ রান তুলল নিউজিল্যান্ড। (ছবি সৌজন্য টুইটার @T20WorldCup)
7/11১৮ তম ওভারে জোড়া উইকেট নিলেন জোস হেজেলউড। আউট করলেন কেন এবং গ্লেন ফিলিপস। যা নিউজিল্যান্ডের স্কোর আটকে রাখবে। (ছবি সৌজন্য টুইটার @T20WorldCup)
8/11ক্রিজে এসেই প্রথম তিন বলে তিনটি বাউন্ডারি মারলেন মিচেল মার্শ। প্রথম বলে মারলেন ছক্কা। পরের দুটি বলে মারলেন চার। (ছবি সৌজন্য পিটিআই)