বে ওভালে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে একাধিক নজির গড়ল বাংলাদেশ। অধিনায়ক মোমিনুল হকের নেতৃত্বাধীন দল এমন এক অধ্যায় রচনা করলেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেল। দেখে নিন, কী কী নজির গড়লেন ইবাদত হোসেনরা -
1/5নিউজিল্যান্ডের মাটিতে যে কোনও ফর্ম্যাটে কিউয়িদের বিরুদ্ধে প্রথম জয় বাংলাদেশের। (ছবি সৌজন্যে পিটিআই)
2/5১৬ বারের চেষ্টায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে থাকা কোনও দলের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্টে প্রথম জয়। (ছবি সৌজন্য, টুইটার @ICC)
4/5চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। ঝুলিতে এল ১২ পয়েন্ট। (ছবি সৌজন্য, টুইটার @ICC)
5/5উইকেটের নিরিখে টেস্টের ইতিহাসে বাংলাদেশের সবথেকে বড় জয় এল বে ওভালে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট জিতেছিলেন টাইগাররা। (ছবি সৌজন্য, টুইটার @ICC)